Advertisement

Navpancham Rajyog: ডিসেম্বরে বুধ-বৃহস্পতির কেরামতি, বছর শেষে গাড়ি-বাড়ি হবে ৩ রাশির

দেবতাদের গুরু হলেন বৃহস্পতি। আর সেই তিনিই এখন রাশি পরিবর্তন করতে চলেছেন। তবে এ বার অতিচারি গতিতে গোচর করবে। এর ফলে গ্রহটি কিছু সময়ের জন্য অন্য রাশিতে বিরাজ করবে। গুরু বৃহস্পতি এই সময় মিথুন রাশিতে বিরাজ করবে। ২ জুন ২০২৬ পর্যন্ত এই রাশিতেই থাকবে। এই সময় বৃহস্পতি একাধিক গ্রহের সঙ্গে সংযোগ তৈরি করবে। এমনকী কৌণিক স্থিতি তৈরি করবে। শুধু তাই নয়, বৃহস্পতি বুধের সঙ্গে সংযোগ তৈরি করে নবপঞ্চম রাজযোগ তৈরি করবে। গুরু এবং বুধ মিলে তৈরি করা এই রাজযোগ কিছু রাশির জন্য দারুণ খবর হতে পারে। এই সময় বাড়তে পারে ধন-সম্পত্তি। পরিবারে শান্তি বিরাজ করতে পারে।

নবপঞ্চম রাজযোগনবপঞ্চম রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 3:58 PM IST
  • দেবতাদের গুরু হলেন বৃহস্পতি
  • গুরু এবং বুধ মিলে তৈরি করা এই রাজযোগ কিছু রাশির জন্য দারুণ খবর হতে পারে
  • এই সময় বাড়তে পারে ধন-সম্পত্তি

দেবতাদের গুরু হলেন বৃহস্পতি। আর সেই তিনিই এখন রাশি পরিবর্তন করতে চলেছেন। তবে এ বার অতিচারি গতিতে গোচর করবে। এর ফলে গ্রহটি কিছু সময়ের জন্য অন্য রাশিতে বিরাজ করবে। গুরু বৃহস্পতি এই সময় মিথুন রাশিতে বিরাজ করবে। ২ জুন ২০২৬ পর্যন্ত এই রাশিতেই থাকবে। এই সময় বৃহস্পতি একাধিক গ্রহের সঙ্গে সংযোগ তৈরি করবে। এমনকী কৌণিক স্থিতি তৈরি করবে। শুধু তাই নয়, বৃহস্পতি বুধের সঙ্গে সংযোগ তৈরি করে নবপঞ্চম রাজযোগ তৈরি করবে। গুরু এবং বুধ মিলে তৈরি করা এই রাজযোগ কিছু রাশির জন্য দারুণ খবর হতে পারে। এই সময় বাড়তে পারে ধন-সম্পত্তি। পরিবারে শান্তি বিরাজ করতে পারে।

জ্যোতিষ জানাচ্ছে, ৬ ডিসেম্বর সন্ধে ৬টা বেজে ৩২ মিনিটে বৃহস্পতি এবং বুধ একে অপরের ১২০ ডিগ্রি কোণে থাকবে। যার ফলে তৈরি হবে নব পঞ্চম রাজযোগ।

এই সময় যাদের যাদের লাভ হবে, জেনে নিন-

মিথুন রাখি (Gemini Zodiac)

এই সময়টা দারুণ যাবে মিথুন রাশির জাতকদের। তাদের হাতে আসবে ধন। পাশাপাশি ধন-সম্পত্তিজনিত মামলারও নিষ্পত্তি হতে পারে।

এছাড়া এই সময় আপনার পরিকল্পনাও ফল পাবে। এতদিনের পড়ে থাকা কাজ হয়ে যাবে। এই সময় কেরিয়ারে উন্নতি হবে। জীবনে হবে উন্নতি। এমনকী ব্যবসাতেও লাভ হওয়ার রয়েছে সম্ভাবনা। পাশাপাশি সংসারে শান্তি ফিরতে পারে।

তুলা রাশি (Libra Zodiac)

এই যোগের জন্য খুব লাভ হতে পারে তুলা রাশিরও। তাদের কেরিয়ারে উন্নতি নিশ্চিত। মিলতে প্রমোশন। নতুন দায়িত্বও পাওয়া সম্ভব। এছাড়া এই যোগের প্রভাবে হুট করে হাতে আসতে পারে টাকা। কোনও জায়গাতে থেকে টাকা পেতে পারেন।

পাশাপাশি জীবনে প্রতিষ্ঠা পাবেন। ব্যবসা বাড়বে। ব্যাঙ্কে বাড়বে ব্যালেন্স। পাশাপাশি এই সময় আপনার পারিবারিক জীবনও শুধরে যাবে।

মকর রাশি (Capricon Zodiac)

বৃহস্পতিবার ও বুধবারের নবপঞ্চম যোগের জন্য দারুণ কাটতে পারে মকর রাশির। তাদের হাতেও আসবে টাকা। হুট করে জ্যাকপট পেতে পারেন। সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় ভাল লাভ পাবেন। এই সময় আপনি বিয়ের জন্য ভাল পার্টনার পেতে পারেন। শুধু তাই নয়, সন্তানের জীবনেও ভাল কিছু ঘটবে। তবে এই সময় স্বাস্থ্যের খেয়াল রাখুন। নিজের ও পরিবারের যত্ন নিন। তাহলেই খেলা ঘুরে যাবে।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement