Advertisement

Mercury Transit 2025: ১৮ দিন ধরে চলবে বুধের বক্রী চলন, ওলট-পালট হবে এই ৪ রাশির জীবন

ওলোট-পালোট হবে ৪ রাশির জীবন। ১৮ দিন ধরে বজায় থাকবে বুধের বক্রী চলন। এর ফলে লাভবান হবেন রাতারাতি। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Nov 2025,
  • अपडेटेड 5:46 PM IST
  • শুরু হয়ে গিয়েছে বুধের বক্রী চলন
  • চলবে ২৯ নভেম্বর পর্যন্ত
  • কোন ৪ রাশির জীবন বদলাবে?

১০ নভেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে বুধের বক্রী চলন।  চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। জ্যোতিষ গণনা বলছে,  ২৯ নভেম্বর রাত ১১টা বেজে ৭ মিনিটে বৃশ্চিক রাশিতে মার্গী হবে বুধ। বর্তমানে বুধ রয়েছে বৃশ্চিক রাশিতে। আবার এই বৃশ্চিক রাশির অধিপতি হল মঙ্গল গ্রহ। ফলে সেখানে বুধের বক্রী অবস্থান গুরুত্বপূর্ণ। এর প্রভাবে বেশ কয়েকটি রাশির জীবনে শুরু হয়েছে নানা পরিবর্তন। ১৮ দিন ধরে চলবে সেই পরিবর্তনগুলি। কারণ, ততদিন বক্রী থাকবে বুধ। ব্যবসা, আর্থিক ক্ষেত্রে ওলট-পালট হতে পারে সবকিছু। 

কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?
মেষ রাশি: বুধের বক্রী চলনের ফলে মেষ রাশির জাতকদের গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হতে পারে।  মেষ রাশির জাতকদের আর্থিক দিকে সচেতন হওয়া প্রয়োজন। স্বাস্থ্যের দিকে অতিরিক্ত যত্ন দিতে হবে। নিয়মিত মেডিক্যাল টেস্ট করানো প্রয়োজন। না হলে কোনও গুরুতর রোগ বাসা বাঁধতে পারেন। 

বৃষ রাশি: বুধের বিপরীতমুখী গতির ফলে এই রাশির জাতকদের সময় ভাল কাটবে। ঘুচবে অর্থকষ্ট। অপ্রত্যাশিত কোনও উৎস থেকেও টাকা আসতে পারে। আদালতে মামলা চললে, জয় পাওয়ার সম্ভানা রয়েছে। ভাগ্য সহায় থাকবে।

মিথুন রাশি: বুধের বক্রী চালের ফলে মিথুন রাশির জীবনে মিশ্র ফল পড়বে। ধৈর্য্য ধরলে সাফল্য আসবে। অন্যদের সাহায্য করুন, নিজেরাও উপকৃত হবেন। শত্রুরা আধিপত্য বিস্তার করার চেষ্টা করলেও ব্যর্থ হবে। কথা এবং ব্যক্তিত্ব দিয়ে যে কাউকে মোহিত করার ক্ষমতা তৈরি হবে। অতিরিক্ত চিন্তার কোনও কারণ নেই। আর্থিক ঝুঁকি এড়াতে সাবধান থাকতে হবে এই ১৮ দিন। 

কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য, বুধের বক্রী চলন প্রেম বয়ে আনবে। প্রবীণ কোনও ব্যক্তির কাছে পরামর্শ বা সাহায্য পাবেন নবীনরা। নব্য বিবাহিতরা সন্তান সুখ লাভ করতে পারেন। 

 

Read more!
Advertisement
Advertisement