Advertisement

PPP Model: স্কুলের PPP মডেল খসড়া বিতর্ক, 'সিঁদুরে মেঘ' দেখছেন শিক্ষাবিদ

রাজ্য শিক্ষায় PPP Model অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে চিন্তাভাবনা একেবারে প্রাথমিক স্তরে রইলেও, জল্পনা শুরু হয়েছে এর খসড়া ছড়িয়ে পড়া নিয়ে।

স্কুলের PPP মডেল খসড়া বিতর্ক
মধুরিমা দেব
  • কলকাতা,
  • 18 Feb 2022,
  • अपडेटेड 5:42 PM IST
  • পিপিপি মডেল নিয়ে জল্পনা শুরু হতেই বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে উঠে আসছে বিরোধিতার সুর
  • সরকারি স্কুলগুলিকে পরিচালনা করবে বেসরকারি বিনিয়োগকারীরা
  • শিক্ষাবিদ পবিত্র সরকার বিরোধিতা করে জানিয়েছেন, 'আমি মনে করি, এটি পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় সর্বনাশ ডেকে আনবে'

রাজ্য শিক্ষায় PPP Model অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে চিন্তাভাবনা একেবারে প্রাথমিক স্তরে রইলেও, জল্পনা শুরু হয়েছে এর খসড়া ছড়িয়ে পড়া নিয়ে। যদিও এখনও সরকার অনুমোদিত নয় বা স্কুলগুলিতে (Government Schools) পিপিপি মডেল চালু হওয়া নিয়ে এখনই কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। তবে পিপিপি মডেল নিয়ে জল্পনা শুরু হতেই বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে উঠে আসছে বিরোধিতার সুর।

কী এই PPP মডেল? খসড়া যা বলছে

এটি হল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল। সরকারি স্কুলগুলিকে পরিচালনা করবে বেসরকারি বিনিয়োগকারীরা (Private Investors)। যে খসড়াটি নানান মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাতে লেখা রয়েছে-সরকার জমি, বাড়ি এবং অন্যান্য পরিকাঠামো দেবে। বেসরকারি বিনিয়োগকারীরা পিপিপি মডেলে ইংরেজি না বাংলা মাধ্যমে স্কুলগুলিতে পড়ানো হবে, তা ঠিক করবে। কোন বোর্ডের অন্তর্গত হবে স্কুল? বা ছাত্রছাত্রীদের থেকে ফি কত নেওয়া হবে? তা ঠিক করবে বিনিয়োগকারীরাই। এমনকি, এও বলা রয়েছে, শিক্ষক, শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের নিয়োগের ক্ষমতাও দেওয়া হবে তাদের হাতে। এই বিষয়কে কেন্দ্র করেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। যদিও, এই খসড়ায় সরকার পুরোপুরি বেসরকারিকরণ করে দিচ্ছে, এমন কোনও নির্দেশিকা নেই।

কী কী প্রতিবন্ধকতা রয়েছে এই PPP মডেলে?

সবথেকে বড় প্রতিবন্ধকতা হল শিক্ষাক্ষেত্রে সরকারি স্কুলগুলিতে বেসরকারি বিনিয়োগ ঘটলে বেসরকারিকরণ হয়ে যেতে পারে স্কুলগুলি। প্রশ্ন উঠছে, শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ প্রক্রিয়াও কি সেক্ষেত্রে বেসরকারিকরণ হবে? উপরন্তু, বেসরকারি বিনিয়োগকারীরা যে অর্থ ব্যয় করবে, স্কুল ফি হিসেবে তা নেওয়া হলে দরিদ্র, মধ্যবিও পরিবারগুলি কি সেই খরচ বহন করতে সমর্থ হবে? প্রশ্ন বিস্তর।

PPP Model নিয়ে শিক্ষাবিদ পবিত্র সরকারের মন্তব্য

শিক্ষাবিদ পবিত্র সরকার পিপিপি মডেলের বিরোধিতা করে জানিয়েছেন,"এই মডেল এলে খারাপই হবে। বিশেষত গরিব মানুষের জন্য শিক্ষার দরজা বন্ধ হয়ে যাবে। কারণ, বেতন বাড়বে, ফলে শিক্ষা বেসরকারিকরণের দিকে এগিয়ে যাবে। পরিকাঠামোর দিক থেকে উন্নতি হতেই পারে। কারণ, যারা বিনিয়োগ করবে, বেশি ফি চাইবে। আমি মনে করি, এটি পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় সর্বনাশ ডেকে আনবে।"

Advertisement

PPP Model দেশের আর কোনও রাজ্যে চালু আছে কি?

পশ্চিমবঙ্গে এই পিপিপি মডেল নিয়ে ভাবনা একেবারেই নতুন নয়। গুজরাট মডেলের অধীনে শিক্ষাক্ষেত্রে পিপিপি মডেল চালু করা হয়। এছাড়াও, রাজস্থানেও এই মডেল চালু হয়েছিল। যদিও, এর বিপুল সাফল্যের নজির দেখা যায়নি এই মডেলকে ঘিরে।

পিপিপি মডেলে স্কুল তৈরি করলে তা কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তাও দেখার বিষয়। ইতিমধ্যেই, সরকারের ক্ষেত্রে পিপিপি মডেল নিয়ে আসার চিন্তাভাবনা নিয়ে বিরোধিতা হচ্ছে একাধিক মহলে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement