
India Vs South Africa: রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে যেন টানটান উত্তেজনার নাটক। শেষ ওভার পর্যন্ত অনিশ্চয়তার দোলাচলে ছিল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ১৭ রানের ব্যবধানে জয় তুলে নেয় ভারত। ৩৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩২ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চরম বিপাকে পড়ে প্রোটিয়াসরা। কিন্তু এরপরই দুর্দান্ত লড়াই দেখিয়ে ম্যাচে ফেরে তারা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৮ রান। সেই অবস্থায় প্রসিদ্ধ কৃষ্ণ প্রথমে করবিন বশকে ডট বল করান, তারপর পরের বলেই উইকেট তুলে নেন। সেখানেই কার্যত শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার আশা।
ম্যাচের পর কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার দক্ষিণ আফ্রিকার লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন। একইসঙ্গে ভারতীয় দলকে সতর্ক করে দিয়ে বলেন, পরের দুই ম্যাচে আরও সাবধান থাকতে হবে, কারণ প্রথম ধাক্কা সামলেও দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে।
শুরুতে ভারতের হয়ে ভাল বোলিং করেন হর্ষিত রানা, নেন দুই উইকেট। দক্ষিণ আফ্রিকার ব্রিটস ৭২, জানসেন ৩৯ বলে ৭০ এবং বশ ৫১ বলে ৬৭ রান করে ম্যাচ জমিয়ে দেন। ভারতের মধ্যে সবচেয়ে সফল বোলার কুলদীপ যাদব। তিনি ১০ ওভারে ৬৮ রানে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, তার মধ্যে একই ওভারে জানসেন ও ব্রিটসের মত বড় দুই উইকেট। কিন্তু পরে হর্ষিত আর প্রসিদ্ধ কৃষ্ণাকে বেধড়ক মারে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। যা পরের ম্যাচগুলিতে ভোগাতে পারে। কুলদীপ সব ম্যাচে বাঁচাতে পারবে না। তাছাড়া জাদেজা ও ওয়াশিংটনকেও রেয়াত করেনি দক্ষিণ আফ্রিকা।
তিন ম্যাচের সিরিজে ভারত এখন ১-০ ব্যবধানে এগিয়ে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে আগামী ৩ ডিসেম্বর রায়পুরে ও ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে।