Advertisement

Mohammed Shami : 'জয়, উইকেট...সব তোমাদের উৎসর্গ করছি', কামব্যাক করেই ফ্যানদের মেসেজ শামির

চোট সারিয়ে রঞ্জিতে কামব্যাক করেই কামাল দেখিয়েছেন মহম্মদ শামি। এই সাফল্যে খুশি তিনি। কবে চোট সারিয়ে মাঠে ফিরবেন শামি, তার দিকেই তাকিয়েছিলেন ফ্যানরা। কামব্যাক করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি।

Mohammed Shami
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 17 Nov 2024,
  • अपडेटेड 2:39 PM IST
  • চোট সারিয়ে রঞ্জিতে কামব্যাক করেই কামাল দেখিয়েছেন মহম্মদ শামি
  • এই সাফল্যে খুশি তিনি
  • কামব্যাক করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি

চোট সারিয়ে রঞ্জিতে কামব্যাক করেই কামাল দেখিয়েছেন মহম্মদ শামি। এই সাফল্যে খুশি তিনি। কবে চোট সারিয়ে মাঠে ফিরবেন শামি, তার দিকেই তাকিয়েছিলেন ফ্যানরা। কামব্যাক করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১১ রানে জিতে সেই ফ্যানদের মনের কথা লিখলেন বাংলার পেসার। এই জয় ও তাঁর ব্যক্তিগত সাফল্য ফ্যানদের উৎসর্গ করলেন তিনি। 

মহম্মদ শামি এক্স হ্যান্ডেলে ফ্যানদের নিয়ে আবেগঘণ পোস্ট করেন। তিনি লেখেন, 'অসাধারণ একটা ম্যাচ। রঞ্জি ট্রফিতে বাংলা ১১ রানে জিতল। প্রতিটা উইকেট, রান, প্রতিটা মুহূর্ত এবং ফিল্ডে কাটানো মুহূর্তগুলো ফ্যানদের উৎসর্গ করছি। তোমাদের ভালোবাসা আমাকে সব সময় উৎসাহ দিয়েছে। এই মরসুমটাকে এমন করে তুলি যে আমরা যেন গর্ববোধ করতে পারি।' 

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত বল করেন শামি। প্রথম ইনিংসে ৪ টি ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট তুলে নেন তিনি। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৭ রান করে দলকে অনেকটা এগিয়ে দেন। শামির অবদানের জন্য কার্যত ১১ রানে জয় ছিনিয়ে দেয় বাংলা। 

প্রথম ইনিংসে ২২৮ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। সেই ইনিংসে চার উইকেট নেন শামি। রজত পতিদার এবং শুভ্রাংশু সেনাপতি জুটি যখন ক্রিজে দাপিয়ে বেড়াচ্ছিল তখন নিজেই অধিনায়কের থেকে বল চেয়ে নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মাকে বোল্ড করে নিজের উইকেট নেওয়ার খাতা খোলেন শামি। এরপর শেষের দিকে সারাংশ জৈন (৭), কুমার কার্তিকেয়ন (৯) এবং কুলবন্ত খেজরোলিয়াকে (০) আউট করেন তিনি। 

দ্বিতীয় ইনিংসে শামির শিকার অনুভব আগারওয়াল। লেগ বিফোর হন তিনি। এরপর রজত পাতিদারকেও আউট করেন শামিই। বোল্ড করেন তিনি। ৩২ রান করে পাতিদার আউট হতেই অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলা দল। শেষদিকে ৫৩ রান করে ভেঙ্কটেশ আইয়ার আউট হওয়ায় জয় নিশ্চিত হয় বাংলার। তাঁর উইকেট তুলে নেন রোহিত কুমার।

Advertisement

এখন শামির ফ্যানরা প্রত্যাশা করছেন বাংলার পেসারকে ডাক দেওয়া হবে অজি সিরিজে। যদিও এখনও তেমন কোনও খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement