রিঙ্কু সিংয়ের পারফর্ম্যান্সে মুগ্ধ ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সুনীল গাভাস্কার। রিঙ্কুর মধ্যেই আগামীর যুবরাজ সিংকে খুঁজে পাচ্ছেন গাভাস্কার। তাঁর বক্তব্য, ভারতীয় ক্রিকেটে রিঙ্কুর প্রতিভা উপহারের মতো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম T20 ম্যাচের আগে রিঙ্কুর ভূয়সী প্রশংসা গাভাস্কারের গলায়।
IPL 2023-তে গুজরাত টাইটান্স-এর বোলার যশ দয়ালকে শেষ ওভারে ৫টি ছয় মেরে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) জয় এনে দিয়েছিলেন রিঙ্কু। সেই ম্যাচের পরে রাতারাতি ড্রয়িংরুমের আলোচনার কেন্দ্রে চলে যান রিঙ্কু সিং। রিঙ্কুর প্রশংসায় গাভাস্কার বলছেন, 'ওর সবচেয়ে বড় শক্তি হল, আত্মবিশ্বাস। নিজের উপর অগাধ বিশ্বাস রয়েছে রিঙ্কুর। প্রতিভার অধিকারী সবাই হয় না। আপনি খেলাটা ভালবাসতেই পারেন। সারাদিন খেলতেও পারেন। কিন্তু হয়তো আপনার প্রতিভার অভাব। কিন্তু ওর নিজের উপর অসম্ভব বিশ্বাস। গত ২-৩ বছর ধরে যেটা ওর অন্যতম শক্তি। IPL-এ ও কখনও জায়গা পেয়েছে, কখনও বাদ পড়েছে। যখন সুযোগ পেল, অসাধারণ ভাবে নিজেকে প্রমাণ করল।'
গাভাস্কারের বক্তব্য, ভারতীয়রা ইতিমধ্যেই রিঙ্কুর সঙ্গে যুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা শুরু করেছেন। তাঁদের আশা, রিঙ্কু সিং যুবরাজ সিংয়ের মতো খেলুক। গাভাস্কারের কথায়, 'ও এখন ভারতীয় দলের সদস্য। ওর থেকে এখন অনেক প্রত্যাশা। ভারতীয় ক্রিকেট ভক্তরা ওর মধ্যে আরেক যুবরাজ সিংকে খুঁজছেন।'
বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে দেখা গিয়েছে রিঙ্কু সিং দক্ষিণ আফ্রিকায় রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনুশীলন করার অভিজ্ঞতা জানিয়েছেন। রিঙ্কু সিং বলেন, ‘এখানকার আবহাওয়া অসাধারণ। এখানে আসার আগে আমরা একটু হেঁটে নিয়েছি। তারপর নেটে অনুশীলন করতে এসেছি। এই প্রথম বার আমি রাহুল দ্রাবিড়ের অধীনে অনুশীলন করলাম। এটা আমার কাছে একটা দারুণ অনুভূতি। তিনি আমাকে বলেছেন, আমি এতদিন যেভাবে খেলছিলাম সেটাই যেন করি। এবং দ্রাবিড় স্যার আমাকে বলেছেন, ৫ নম্বরে খেলা কঠিন কিন্তু আমি নিজের উপর যেন বিশ্বাস রাখি। ও নিজের ক্ষমতার উপর যেন আস্থা রাখি।’