Advertisement

VVS Laxman: হঠাত্‍ বিশ্রামে পাঠানো হচ্ছে দ্রাবিড়কে, হেড কোচের দায়িত্বে লক্ষ্মণ

রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের বিশ্রাম দেওয়া হচ্ছে আয়ারল্যান্ড সফরে। বিশ্রাম দেওয়া হচ্ছে ব্যাটিং কোচ বিক্র রাঠৌর, বোলিং কোচ পরশ মাম্ব্রেকেও।

ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়
Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 Jul 2023,
  • अपडेटेड 9:43 AM IST

ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আয়ারল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডে ভারত ৩ ম্যাচের T20 সিরিজ খেলবে। আগামী ১৮, ২০ ও ২৩ অগাস্ট ডাবলিনে ম্যাচগুলি হবে। আয়ারল্যান্ড সফরে বড় সিদ্ধান্ত নিতে চলেছে BCCI।

দ্রাবিড় ও বাকি সাপোর্ট স্টাফদের বিশ্রাম

একটি সর্বভারতীয় ক্রিকেট নিউজ ওয়েবসাইট জানাচ্ছে, আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের হেড কোচ হবেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের বিশ্রাম দেওয়া হচ্ছে আয়ারল্যান্ড সফরে। বিশ্রাম দেওয়া হচ্ছে ব্যাটিং কোচ বিক্র রাঠৌর, বোলিং কোচ পরশ মাম্ব্রেকেও।

আয়ারল্যান্ড সফরে সম্ভবত ঋষিকেশ কানিতকারকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হবে। অন্যদিকে সাইরাজ বাহুতুলেকে হয়তো বোলিং কোচ করা যেতে পারে। গত বছরও রাহুলকে বিশ্রাম দিয়ে হেড কোচ ভিভিএস লক্ষ্মণকে করেছিল বিসিসিআই। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড সফরে লক্ষ্মণ ছিলেন কোচ।

হার্দিক ক্যাপ্টেন, বুমরার কামব্যাক

আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজের স্কোয়াড ঘোষণা এখনও করেনি বোর্ড। তবে জানা যাচ্ছে, দলের অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া। আশা করা হচ্ছে, প্রধান অজিত আগরকার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের সঙ্গে থাকতে পারেন। ইতিমধ্যেই নির্বাচক মণ্ডলীর এক সদস্য সলিল আঙ্কোলা টিমের সঙ্গেই রয়েছেন। 

এশিয়া কাপ শুরুর প্রস্তুতি

এই বছরেই এশিয়া কাপ খেলবে ভারত। খুব শীঘ্রই এশিয়া কাপের শিডিউল ঘোষণা করা হবে। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপের ম্যাচগুলি। সূত্রের খবর, ৩১ অগাস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement