Advertisement

West Indies T20 Series: ওয়েস্ট ইন্ডিজেও ক্যাপ্টেন হার্দিক, রোহিত-কোহলিকে বিশ্রামে পাঠাল BCCI, স্কোয়াড কেমন?

সিরিজের স্কোয়াডে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন বড় তারকাকে রাখা হয়নি। কারণ ভারত বেশ কয়েকজন তরুণ তারকাকে সুযোগ দিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী টি টোয়েন্টি সিরিজে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2023-এ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে ব্যতিক্রমী বাঁ-হাতি ব্যাটার তিলক ভার্মা প্রথম জাতীয় জায়গা পেলেন।

ওয়েস্ট ইন্ডিয়াজে টি২০ সিরিজের ভারতীয় স্কোয়াড
Aajtak Bangla
  • মুম্বই,
  • 06 Jul 2023,
  • अपडेटेड 9:15 AM IST
  • বিসিসিআই নজরে টি ২০ বিশ্বকাপ?

ওয়েস্ট ইন্ডিজ সফরে T20 সিরিজের স্কোয়াড ঘোষণা করল ভারতীয় দল। বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। বিসিসিআই (BCCI) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে।

সিরিজের স্কোয়াডে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন বড় তারকাকে রাখা হয়নি। কারণ ভারত বেশ কয়েকজন তরুণ তারকাকে সুযোগ দিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী টি টোয়েন্টি সিরিজে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2023-এ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে ব্যতিক্রমী বাঁ-হাতি ব্যাটার তিলক ভার্মা প্রথম জাতীয় জায়গা পেলেন। ওয়েস্ট ইন্ডিজে টি ২০ সিরিজেই ভারতীয় দলে ডেবিউ হতে চলেছে তিলকের।

IPL 2023-এ অরেঞ্জ ক্যাপ জেতা যশস্বী জয়সওয়ালকেও নেওয়া হয়েছে। পেস বোলিংয়ে একেবারে তরুণ মুখদেরই রাখা হল স্কোয়াডে, যেমন উমরান মালিক, আভেশ খান, মুকেশ কুমার এবং আরশদীপ সিং। যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই এবং কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডদের রাখা হয়েছে। একই সঙ্গে তিন বিশেষজ্ঞ স্পিনার।

বিসিসিআই নজরে টি ২০ বিশ্বকাপ?

সঞ্জু স্যামসন ও ঈশান কিশান, দুজনেই দুর্দান্ত ফর্মে। স্কোয়াডে দুই উইকেটরক্ষক নিয়েছে ভারত। স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার যাদব এবং শুভমান গিলও, যাঁরা গত দেড় বছরে দুজনেই র‌্যাঙ্কে উঠে এসেছেন। হার্দিক পান্ডিয়াকে এই সিরিজের অধিনায়ক করা হয়েছে। বস্তুত, গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে হার্দিকের সাফল্য নজরকাড়া। হার্দিককে T20 দলে অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই রাখা শুরু করে দিয়েছে বিসিসিআই। ক্রিকেট বোদ্ধাদের মতে, পরবর্তী T20 বিশ্বকাপের দিকে নজর রেখেই এখন থেকে হার্দিক সহ বাকি তরুণ ক্রিকেটারদের তালিম দেওয়া শুরু করে দিয়েছে বোর্ড।

দুটি ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ ৩ অগাস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত খেলা হবে। তারউবার ব্রায়ান লারা স্টেডিয়াম সিরিজের প্রথম খেলাটি হোস্ট করবে, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি গুয়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাবে। যেখানে ফ্লোরিডার লডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে শেষ দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই সপ্তাহের শুরুতে ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডের নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টির জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

ইশান কিশান (উইকেটরক্ষক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, সূর্য কুমার যাদব (ভিসি), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য (সি), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, ওমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement