Advertisement

CFL 2025: কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, দরকার একটা...

কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে গত মরসুমের চ্যাম্পিয়ন কে তা এখনও ঠিক হয়নি। তবে এবারের চ্যাম্পিয়ন হওয়ার দিকে আরও একধাপ এগোল লাল-হলুদ। কারণ, বৃহস্পতিবার সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইউনাইটেড স্পোর্টস। ফলে এখন যা পরিস্থিতি তাতে শেষ ম্যাচে ইউনাইটেডকে চ্যাম্পিয়ন হতে গেলে জিততেই হবে।

ইস্টবেঙ্গলইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2025,
  • अपडेटेड 6:29 PM IST

কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে গত মরসুমের চ্যাম্পিয়ন কে তা এখনও ঠিক হয়নি। তবে এবারের চ্যাম্পিয়ন হওয়ার দিকে আরও একধাপ এগোল লাল-হলুদ। কারণ, বৃহস্পতিবার সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইউনাইটেড স্পোর্টস। ফলে এখন যা পরিস্থিতি তাতে শেষ ম্যাচে ইউনাইটেডকে চ্যাম্পিয়ন হতে গেলে জিততেই হবে।

অন্যদিকে ইস্টবেঙ্গল ড্র করলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। ফলে শেষ ম্যাচে উত্তেজক লড়াইয়ের অপেক্ষা করছেন সমর্থকরা। ব্যারাকপুরের মাঠে সুরুচি সঙ্ঘ শুরুতেই এগিয়ে যায়। গোল করেন হোরাম। তাও আবার ৭ মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন তিনি। এরপর প্রথমার্ধেই গোল শোধ দিয়ে দেয় ইউনাইটেড স্পোর্টস। ৪০ মিনিটে শ্রীনাথ গোল করে সমতা ফেরান। প্রথমার্ধে খেলা ১-১ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যায় সুরুচি সঙ্ঘ। আকাশ মন্ডল গোল করেন ৬২ মিনিটে। তবে সেই গোলও ধরে রাখতে পারেনি তারা। এই ম্যাচে অন্তত ড্র করতেই হত ইউনাইটেড স্পোর্টসকে। আর সেই কারণে আরও আক্রমণে ঝাঁজ বাড়াতে থাকে লালকমল ভৌমিকের ছেলেরা। শ্রীনাথ ফের গোল করে সমতা ফেরান। ৮৭ মিনিটে এই গোল করার পর আর জয়সূচক গোল করার সময় পায়নি ইউনাইটেড। এই ম্যাচ জিততে পারলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচের আগে অনেকটাই ভাল জায়গায় থাকতে পারত ইউনাইটেড। তবে এখন যা পরিস্থিতি তাতে ম্যাচ না জিতলেও লাল-হলুদ চ্যাম্পিয়ন হতে পারে। ড্র করলেই চলবে।

সুপার সিক্সের লড়াইয়ে দারুণ শুরু করেছে ইস্টবেঙ্গল। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ৩-০ গোলে জেতার পরে ডায়মন্ড হারবার এফসিকেও ২-১ গোলে হারিয়ে দিয়েছে বিনো জর্জের দল। পেকা গুইতে, সায়ন বন্দোপাধ্যায়, প্রভাত লাকড়ারা দুর্দান্ত ছন্দে আছেন। তাদের পারফরম্যান্সে ভর করেই চ্যাম্পিয়নশিপের দোরগোড়ায় লাল-হলুদ। সোমবার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ হবে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে। ফলে সেই ম্যাচ ঘিরে দারুণ উন্মাদনা থাকবে বলেই আশা করছেন ক্রীড়াপ্রেমীরা।     

Advertisement
Read more!
Advertisement
Advertisement