এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আশঙ্কা করা হচ্ছে, প্রবল বৃষ্টিতে রবিবারের ম্যাচ ভেস্তে যেতে পারে।
রবিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভবনা রয়েছে ৯০-১০০ শতাংশ। গ্রুপস্তরে দুই দলের প্রথম ম্যাচেও বৃষ্টির সম্ভবনা ছিল ৯০%। এবারও সেটাই থাকছে। গ্রুপের ম্যাচ বৃষ্টির জন্য ফয়সালা হয়নি। তবে এবার বৃষ্টিতে খেলা না হলে থাকছে রিজার্ভ ডে। ১১ সেপ্টেম্বর অর্থাৎ, সোমবার রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে সেখানেও থাকছে বৃষ্টির সম্ভবনা। সোমবার বৃষ্টি হতে পারে ৯০%। রবিবার ও সোমবার আকাশে মেঘ থাকবে ৯৫%। রবিবার ভারতীয় সময় দুপুর তিনটেয় শুরু হবে ম্যাচ। আড়াইটেয় টস হওয়ার কথা রয়েছে। আবহাওয়া ঠিক থাকলে নির্ধারিত সময়েই টস হবে।
রিজার্ভ ডের দিনও বৃষ্টির সম্ভাবনা
শুধু রবিবার নয়, সোমবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। সুপার ফোরের প্রতিটা ম্যাচেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২০২৩ এশিয়া কাপে আগামী ম্যাচগুলো নিয়ে যে বিরাট অনিশ্চয়তা তৈরি হয়েছে তা বলাই যায়। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে। ফলে ২ পয়েন্ট পেয়ে গিয়েছেন বাবর আজমরা। পাকিস্তানকে পরের দুটো ম্যাচ শ্রীলঙ্কা এবং ভারতের বিরুদ্ধে খেলতে হবে। যদি এই দুটো ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তেও যায়, তাহলে দুটো দলই ১-১ পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে পাকিস্তানের ঝুলিতে মোট ৪ পয়েন্ট চলে আসবে। আর ফাইনালের জন্যও সেইসঙ্গে কোয়ালিফাই করতে পারবে। অর্থাৎ রবিবারের পর সোমবারের ম্যাচও যদি ভেস্তে যায় তা হলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে।
দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা
পাকিস্তান- বাবর আজম (অধিয়ায়ক), ফকর জামান, ইমাম উল হক, মহম্মদ রিজওয়ান, ইফতিকার আহমেদ, সালমন আলি আগা, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, হ্যারিস রাউফ