Advertisement

Prabir Das On Mohun Bagan: 'স্থানীয় ফুটবলার না থাকাতেই...' মোহনবাগানকে হারিয়েই বিস্ফোরক কেরলের প্রবীর

আইএসএল-এ টানা তিন ম্যাচ হার। মোহনবাগান সুপার জায়েন্টের সমর্থকদের যে কী অবস্থা তা ভালোভাবেই বুঝতে পারছেন প্রবীর দাস। দুই মরসুম আগেও সবুজ-মেরুন জার্সিতে আইএসএল খেলেছেন। আর এবার সেই মোহনবাগানকেই ১ গোলে হারাল প্রবীরের কেরল ব্লাস্টার্স। ম্যাচের পর মোহনবাগান টিম ম্যানেজমেন্টকেই যেন বার্তা দিয়ে গেলেন বাঙালি ফুটবলার।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2023,
  • अपडेटेड 10:18 AM IST
  • মোহনবাগানকে ১ গোলে হারাল কেরল
  • কঠিন সময় সমর্থকদের ক্লাবের পাশে থাকার বার্তা প্রবীরের

আইএসএল-এ টানা তিন ম্যাচ হার। মোহনবাগান সুপার জায়েন্টের সমর্থকদের যে কী অবস্থা তা ভালোভাবেই বুঝতে পারছেন প্রবীর দাস। দুই মরসুম আগেও সবুজ-মেরুন জার্সিতে আইএসএল খেলেছেন। আর এবার সেই মোহনবাগানকেই ১ গোলে হারাল প্রবীরের কেরল ব্লাস্টার্স। ম্যাচের পর মোহনবাগান টিম ম্যানেজমেন্টকেই যেন বার্তা দিয়ে গেলেন বাঙালি ফুটবলার। 

কী বললেন প্রবীর?
ম্যাচ শেষে মোহনবাগানের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন প্রবীর। তিনি বলেন, 'সমর্থকদের আবেগটা বুঝতে হবে ফুটবলারদের। কিছু স্থানীয় ফুটবলার দরকার। প্রবীর দাস, প্রীতম কোটাল অতীত হয়ে গিয়েছে।' নিজের উদাহরন টেনে প্রবীর বলেন, 'আমি যখন কেরলে সই করেছি তখন দলে কেরলের পাঁচটা ফুটবলার। তার মধ্যে আজ তিনজন খেলেছে। আজাহার, আইমার আর সচিন। এরা একদম বাচ্চা ছেলে। আমি সই করার পর ওরা আমায় জানায় কেরলের সমর্থকরা কী চায়। এটাই দরকার।' পাশাপাশি মোহনবাগান ও ইস্টবেঙ্গলের আবেগ নিয়ে তিনি বলেন, 'ফুটবলারদের বুঝতে হবে ফ্যানদের আবেগের কথা। তারা কী চাইছে। তার জন্যই কিছু বাঙালি ফুটবলার দরকার ক্লাবে।' 

মোহনবাগান দলে শুভাশিস বসু ছাড়া যে কোনও বাঙালি ফুটবলার নেই ভালোভাবেই জানেন প্রবীর। মোহনবাগান ছেড়ে চলে যাওয়ার দুঃখ যে এখনও তাঁকে নাড়া দেয় সেটাও বোঝা গিয়েছে বাঙালি ফুটবলারের কথায়। তবে সব দলেই বাঙালি ফুটবলারদের আকাল। তা হলে বঙ্গসন্তানরা কী হারিয়ে যাচ্ছেন। প্রবীর যদিও তা মানতে নারাজ। বলেন, ' মোহনবাগান দলে শুভাশিস ছাড়া তেমন কেউ নেই এটা ঠিক। তবে চেষ্টা করে যেতে হবে। বাঙালি ফুটবলারদের অভাবেই যে হারতে হচ্ছে সেটা বুঝতে হবে। অনেক ফুটবলার আছে।' 

তবে মোহনবাগানের এই খারাপ সময়ে ফ্যানদের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রবীর। মোহনবাগানে না থেকেও তিনি এখনও যে আদ্যপান্ত মোহনবাগানী তা আরও একবার বুঝিয়ে দিলেন বাংলার ফুটবলার। তিনি বলেন , ' মোহনবাগান যথেষ্ট ভাল দল। দলের পাশে থাকুন। বাবা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে তাও সেই সমর্থক থান পরে মাঠে আসছে খেলা দেখতে। এদের আবেগটা বুঝতে হবে। আমি যখন ছিলাম বুঝতাম। বাকিদের শেয়ার করতাম। সেরকমই করতে হবে।' 

Advertisement

পাশাপাশি প্রবীর এটাও জানিয়ে দেন, মোহনবাগান সমর্থকরা এখনও তাঁর হৃদয়ে রয়েছেন। মেরিনার্সদের প্রতি তাঁর বার্তা, 'দল ঘুরে দাঁড়াবে, পাশে থাকুন।'       

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement