একাধিক ভুলের কারণেই সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে হারতে হয়েছে তাঁর দলকে। এমনটাই মনে করেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ আন্তনিও লোপেজ হাবাস। তবে রেফারির সমালোচনা করতেও ছাড়লেন না সবুজ-মেরুন কোচ। ম্যাচ হারলেও, প্রিয় ছাত্র রয় কৃষ্ণদে দেখতে পেয়েই আদর করে দিলেন হাবাস।
গোল করে ক্ষমা চাইলেন রয় কৃষ্ণ
অন্যদিকে অনবদ্য খেললেন কৃষ্ণাও। গোল করে দলকে জেতালেন বটে। তবে মোহনবাগান সমর্থকদের দিকে হাতজোড় করে ক্ষমাও চাইলেন। কারণ তিনিও যে একদিন এই সবুজ-মেরুন জার্সি পরেই খেলেছিলেন। এই কয়েকটি ঘটনা বাদ দিলে, মোহনবাগান কিন্তু এদিন মুম্বইয়ের বিরুদ্ধে তাঁদের পারফরমেন্সের ধারে কাছেও পৌঁছতে পারল না। দলের খেলা যে বেশ খারাপ হয়েছে তা এক কথায় স্বীকার করে নিলেন কোচ হাবাসও। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বললেন, 'আমার মতে এটা একটা খুব খারাপ ম্যাচ। আমরা একাধিক ভুল করেছি। ব্যক্তিগত ভুল থেকেই বিপক্ষ সুযোগ নিয়েছে। এতো ভুল করার পর একটা দলকে গোছানো খুব কঠিন।'
লিগ শিল্ড জিতে নেওয়ার পরে আত্মতুষ্টিই কী কাল হল? তিনি যোগ করেন, 'আমি আগেও বলেছি ম্যাচে রিল্যাক্স করা যাবে না। লিগ জয়ের পর সাধারণত আয়তুষ্টি আসে, সেটাই সবথেকে ক্ষতিকর। সেমিফাইনালে লড়াই করতে হলে ১০০% উজাড় করে দিতে হবে। আমার বিশ্বাস কলকাতায় ঘরের মাঠে আমরা এই স্কোরটা বদলে দিয়ে ফাইনালে যাব।'
রেফারির সিদ্ধান্তে খুশি নন হাবাস
সাদিকুর লাল কার্ড দেখা নিয়েও হতাশ হাবাস। রেফারিকে সরাসরি না দুষেও তিনি বলেন, 'ওটা দ্বিতীয় হলুদ কার্ড কখনই হয় না। দুজন ফুটবলারই বলের জন্য গিয়েছিল। আমি ম্যাচের রেফারিং নিয়েও হতাশ। মাত্র ৬ মিনিট অতিরিক্ত সময়? এতোগুলো সাবস্টিটিউশন করা হল তাও মাত্র ৬ মিনিট অতিরিক্ত সময় কী করে হয়? আমি রেফারিকে নিয়ে কোন কথাই বলতে চাই না। আজকের কথা ছেড়ে দিলাম, এর আগেও আমাদের সঙ্গে এমন হয়েছে।'