দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। সূত্রের খবর, জামশেদপুর এফসির (Jamshedpur FC) তারকা উইঙ্গার মোবাশির রহমানকে (Mobashir Rahman) সই করাতে চলেছে লাল-হলুদ শিবির। জানা গিয়েছে, তিন বছরের প্রাক-চুক্তিতে মোবাশিরকে নিচ্ছে ইস্টবেঙ্গল। ২৪ বছরের এই ফুটবলার এবারের ছিলেন লিগ-শিল্ডজয়ী জামশেদপুর দলে।
এখনও পর্যন্ত জামশেদপুরের হয়ে মোট ৫৩টি ম্যাচে খেলেছেন মোবাশির। রয়েছে একটি গোলও। গত মরশুমে তিনি ১৩টি ম্যাচ খেলেছেন। জামশেদপুরের লিগ-শিল্ডজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মোবাশির। উইঙ্গার ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন তিনি। টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে আসা মোবাশির বেশ চমকে দিয়েছিলেন গত আইএসএলে। ফলে মোবাশিরের লাল-হলুদে আসা যে ইস্টবেঙ্গলে শক্তি বাড়াল তা বলাই যায়। শনিবার তাঁকে নেওয়ার কথা ঘোষণা করে ইস্টবেঙ্গল।
শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার পর থেকেই দল গঠনের কাজে জোর দিয়েছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, মুম্বই সিটি এফসি থেকে মহম্মদ রাকিপ এবং এফসি গোয়া থেকে ইভান গোঞ্জালেজকে সই করাতে চলেছে লাল-হলুদ। এখনও অবধি বিনিয়োগকারী সংস্থার নাম ঠিক করতে পারেনি ইস্টবেঙ্গল। মুম্বইতে রয়েছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। রবিবার কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর। দেশীয় ফুটবলারদের সই করাতে সন্তোষ ট্রফির দিকে নজর রাখছেন ইস্টবেঙ্গল কর্তারা। আলভিটো ডি কুনহা ও ষষ্ঠী দুলে কেরল গিয়েছেন ফুটবলারদের সঙ্গে কথা বলতে। ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথা বলেছেন তাঁরাও।
আরও পড়ুন: তেওয়াটিয়া-মিলার ঝড়ে উড়ে গেল RCB, ৬ উইকেটে জিতল GT
আরও পড়ুন: অধিনায়কত্ব ছাড়লেন জাদেজা, ফের ক্যাপ্টেন MSD
সন্তোষ ট্রফিতে ফাইনালে কেরলের বিরুদ্ধে সোমবার খেলতে নামবে বাংলা। সেমিফাইনালে মনিপুরের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে মনোতষ চাকলাদার, প্রিয়ন্ত কুমার সিং, ফরদিন আলি মোল্লারা।