Advertisement

Mohun Bagan: কেরলের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা মোহনবাগান কোচের, হারলেই যাবে চাকরি?

পরপর দুই ম্যাচে হারের পর বেশ সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ৭০ কোটির দল নিয়েও এএফসি কাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর থেকেই মোহনবাগান (Mohun Bagan) টিম ম্যানেজমেন্ট তাঁর উপর বেশ ক্ষুব্ধ ছিল। এরপর আইএসএল-এ অপরাজিত থাকায় কিছুটা হলেও হালে পানি পেয়েছিলেন স্প্যানিশ কোচ। তবে এবার মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ও এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে হারের পর ছাঁটাই হয়ে যাওয়ার আশঙ্কায় মোহনবাগান কোচ।

মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Dec 2023,
  • अपडेटेड 4:51 PM IST

পরপর দুই ম্যাচে হারের পর বেশ সমস্যায় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। ৭০ কোটির দল নিয়েও এএফসি কাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর থেকেই মোহনবাগান (Mohun Bagan) টিম ম্যানেজমেন্ট তাঁর উপর বেশ ক্ষুব্ধ ছিল। এরপর আইএসএল-এ অপরাজিত থাকায় কিছুটা হলেও হালে পানি পেয়েছিলেন স্প্যানিশ কোচ। তবে এবার মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ও এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে হারের পর ছাঁটাই হয়ে যাওয়ার আশঙ্কায় মোহনবাগান কোচ।

জিততেই হবে কেরল ম্যাচ
চাকরি বাঁচাতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ২৭ ডিসেম্বরের ম্যাচে জিততেই হবে জুয়ান ফেরান্দোর মোহনবাগানকে। দল পরপর দুই ম্যাচ হারায় চার নম্বরে চলে এসেছে। এবারে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল এএফসি কাপ, সুপার কাপ জেতার পাশাপাশি আইএসএল-এর লিগ শিল্ড জেতা। চ্যাম্পিয়ন হলেও যা এখনও অধরাই থেকে গিয়েছে সবুজ-মেরুনের। চার নম্বরে নেমে যাওয়ায় সেই আশাও কিছুটা ধাক্কা খেয়েছে। ফলে কেরলকে হারাতে না পারলে সমস্যা বাড়বে জুয়ানের। যদিও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। কারণ, মুম্বই ম্যাচে তিন ফুটবলারের লাল কার্ড আর লাগাতার চোট সমস্যা নিয়েও পর্যালোচনা করছে ম্যানেজমেন্ট।

গোয়ার বিরুদ্ধে হারের পর জুয়ান বলেন, 'মুম্বই ম্যাচে কী হয়েছে সেটা সকলেই দেখেছে। একাধিক লাল কার্ড। আমার দলে একঝাঁক চোটও রয়েছে। গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশে যাদের নামিয়েছি, সব ফুটবলার পুরোপুরি ফিট ছিল না।' পাশাপাশি তিনি এও বলেন, 'এই ম্যাচের প্রস্তুতির জন্য সময়ও ছিল না। আমি শুধু কারণগুলো তুলে ধরছি। এগুলো অজুহাত নয়।’

ম্যাচের ১০ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল পেয়ে যায় গোয়া। এর জেরেই কি মানসিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছিল দল? আর তার জেরেই আরও তিন গোল? হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডিফেন্ডারদের ভুল নিয়েও মুখ খুলেছেন ফেরান্দো। মোহনবাগান কোচ বলেন, 'শুরুতে গোল খেতে হওয়ায় সমস্যা অনেকটাই বেড়ে গিয়েছিল। গোলটা হয়েছিল পেনাল্টি থেকে। দলের অনেকেই প্রথমবার তাদের অনভ্যস্ত জায়গায় খেলেছে।' 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement