কলকাতা লিগে ড্র করল মোহনবাগান সুপার জায়েন্ট। স্বাধীনতা দিবসের দিন আর্মি রেডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। ডার্বি হারের পরেও জয় পেল না সবুজ-মেরুন।
১২ মিনিটেই প্রথম গোল পেয়ে যেতে পারত মোহনবাগান। অল্পের জন্য গোল পায়নি মোহনবাগান। যদিও ২১ মিনিটে প্রথম গোল করেন মোহনবাগানের ভিয়ান। এরিয়াল বলে সুহেল ভাট হেড করেন। কিন্তু আর্মির কোনও ফুটবলার তা ক্লিয়ার করতে পারেননি সুযোগ বুঝে গোল করে যান ভিয়ান। হেড করে বল জালে জড়িয়ে দেন তিনি। ২৪ মিনিটে সুযোগ এসে গিয়েছিল আর্মির সামনে। বারে বারে মোহনবাগান রক্ষণের ভুল নজরে পড়তে থাকে। লিটন বারে বারে আক্রমণে উঠে আসতে থাকেন। তবে গোল পাননি এবারের কলকাতা লিগে ভালো খেলা এই ফুটবলাররা।
এর মধ্যেই আর্মির হয়ে প্রায় গোল করে ফেলেছিলেন নীতিন। তবে সঠিক সময় বলের কাছে পৌঁছতে পারেননি। প্রথমার্ধে ১-০ গোলেই এগিয়ে ছিল মোহনবাগান। এর মধ্যেই বেশ কয়েবার গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল বাস্তব রায়ের ছেলেরা। তবে সুহেল ভাটরা গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে আর্মি ফুটবলাররা।
রক্ষণের ভুলে ৪৮ মিনিটে গোল খেয়ে যায় মোহনবাগান। সমতা ফেরান সুখমিত সিং। জটলার মধ্যে থেকে গোল করেন তিনি। দুইবার বল পোস্টে লাগে। তবুও মোহনবাগানের কোনও ফুটবলার বল ক্লিয়ার করতে পারেননি। তবে এই সমতা ফেরানোর পরেই ফের গোল খেয়ে যায় আর্মি। কিয়ান নাসিরি গোল করেন। ডানদিক থেকে ক্রস আসে। সেই বল দারুণভাবে মিট করে গোল করেন কিয়ান। ডানপায়ের ইনস্টেপে বল জালে জড়িয়ে দেন তিনি।
২-১ গোলে এগিয়ে গেলেও রক্ষণে নজর দেয়নি মোহনবাগান। তার ফল ভুগতে হয় ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। ইনজুরি টাইমে গোল খেয়ে যায় মোহনবাগান। রাজ বাস্ফোর পেনাল্টি বক্সের মধ্যেই বল হাতে লাগিয়ে ফেলেন। স্পট কিক থেকে গোল করে যান সোমরাজন।