Advertisement

Santosh Trophy: সঞ্জয়ের হাত ধরেই ঘুরে দাঁড়াল বাংলা, ঝাড়খণ্ডকে গোলের মালা পরালেন নরহরিরা

সঞ্জয় সেনের (Sanjoy Sen) কোচিং-এ ঘুরে দাঁড়াল বাংলা (Bengal Football Team)। সন্তোষ ট্রফির (Santosh Trophy) বাছাই পর্বের প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে উড়িয়ে দিল তারা। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ঝাড়খণ্ড কে ৪-০ গোলে হারালো তারা। গতবারের ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোই লক্ষ্য আইএফএ-এর (IFA)। 

বড় জয় বাংলার
Aajtak Bangla
  • কল্যাণী,
  • 16 Nov 2024,
  • अपडेटेड 7:23 PM IST

সঞ্জয় সেনের (Sanjoy Sen) কোচিং-এ ঘুরে দাঁড়াল বাংলা (Bengal Football Team)। সন্তোষ ট্রফির (Santosh Trophy) বাছাই পর্বের প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে উড়িয়ে দিল তারা। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ঝাড়খণ্ড কে ৪-০ গোলে হারালো তারা। গতবারের ব্যর্থতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোই লক্ষ্য আইএফএ-এর (IFA)। 

প্রথমার্ধের সংযোজিত সময়ে মনতোষ মাঝির গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রবি হাঁসদা। এর অল্প সময়ের মধ্যে রবি হাঁসদা তাঁর দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান বাংলার। খেলার শেষ দিকে দলের পক্ষে তৃতীয় গোল করেন নরহরি শ্রেষ্ঠা। গোটা ম্যাচে একেবারেই আক্রমণে ঝড় তুলতে পারেনি ঝাড়খণ্ড। ম্যাচ শুরুর আগে এই অচেনা প্রতিপক্ষকে বেশ চাপে ছিলেন সঞ্জয় সেন। তবে ম্যাচ শুরু হতেই একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে বাংলা দল। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল আসছিল না।

প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে প্রথম গোল পায় বাংলা। আর তারপরেই লকগেট খুলে যায়। একের পর এক গোল পেতে থাকেন বাংলার স্ট্রাইকাররা। প্রথম ম্যাচে জয়ে খুশি দলের কোচ সঞ্জয় সেন। তিনি জানালেন, 'প্রথম ম্যাচে জয়টা খুব ভালো দিক।  অনেক গুলো গোলের পাশাপাশি গোলের সুযোগ তৈরি হয়েছে।' এদিন বাংলার প্রথম ম্যাচ দেখতে কল্যাণী স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আই এফ এর গভর্নিং বডির সদস্যরা, বিভিন্ন কমিটির সদস্যরা এবং প্রাক্তন ফুটবলাররা বাংলা দল কে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন। দলের খেলায় খুশি সকলেই। 

এর আগে গ্রুপ লিগের প্রথম খেলায়  বিহার ২-১ গোলে হারালো উত্তর প্রদেশকে। বাংলার পরের খেলা সোমবার  উত্তর প্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচেও জয় পেতে মরিয়া সঞ্জয় সেনের ছেলেরা। গতবার বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলা দলকে। তবে এবার সেই খরা কাটাতে শুরু থেকেই ঝাঁপাতে চাইছে তারা। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement