Advertisement

Sarfaraz Khan: ভারতীয় দলে সুযোগ না পেয়ে 'নীরব প্রতিবাদ' সরফরাজের, যা করলেন

ঘোষণা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল। টেস্ট এবং একদিনের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলে জায়গা করে নিয়েছেন আইপিএল-এ ভালো খেলা যশস্বী জসওয়াল, মুকেশ কুমাররা। তবে এবারও ভারতীয় দলে জায়গা হয়নি রঞ্জি দুরন্ত পারফরম্যান্স করা সরফারাজ খানের। আর এর জেরেই  শুরু হয়েছে বিতর্ক।

সরফারাজ খান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jun 2023,
  • अपडेटेड 8:54 AM IST
  • দারুণ রেকর্ড সরফরাজ খানের
  • তবুও জায়গা হল না টিম ইন্ডিয়ায়

ঘোষণা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় দল। টেস্ট এবং একদিনের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট দলে জায়গা করে নিয়েছেন আইপিএল-এ ভালো খেলা যশস্বী জসওয়াল, মুকেশ কুমাররা। তবে এবারও ভারতীয় দলে জায়গা হয়নি রঞ্জি দুরন্ত পারফরম্যান্স করা সরফারাজ খানের। আর এর জেরেই  শুরু হয়েছে বিতর্ক। ভারতের ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছরে সব থেকে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে চলেছেন তিনি। তবুও ভারতীয় দলে তাঁর জায়গা না হওয়ায় এবার নির্বাচকদের একহাত নিলেন সরফারাজ। যদিও মুখে কিছু বলেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওর মাধ্যামে নিজের ঘরোয়া ক্রিকেটের যাবতীয় পরিসংখ্যান তুলে ধরেছেন সরফারাজ। 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও ছাড়েন সরফারাজ। যেখানে দেখা যাচ্ছে একটি পরিসংখ্যান। সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩ ইনিংসে ৩৩৮০ রান করেছেন তিনি। গড় ৮০.৪৮। ১২টি শতরান ও ন’টি অর্ধশতরান করেছেন সরফারাজ। সর্বাধিক রান অপরাজিত ৩০১। তারপরেই একটি ভিডিও। যেই ভিডিওতে দেখা যাচ্ছে সরফারাজের একটি ইনিংস। গত মরশুমে দিল্লির বিরুদ্ধে খেলা তাঁর একটি শতরানের ইনিংসের ভিডিও দিয়েছেন তিনি। উইকেটের চার দিকে তাঁকে খেলতে দেখা যাচ্ছে। আর এরপরই নেটিজেনরা বলতে শুরু করেছেন, তিনি হয়তো নির্বাচকদের বোঝাতে চেয়েছেন যে লাল বলের ক্রিকেটে তাঁর উপর ভরসা দেখাতে পারতেন নির্বাচকরা। 

সরফরাজ খান

সরফারাজের ভারতীয় দলে সুযোগ না হওয়া নিয়ে ক্ষুব্ধ সুনীল গাভাস্কর। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, "গত তিন মরশুম ধরে ১০০ গড়ে রান করেছে সরফারাজ। এর পরেও দলে সুযোগ পায়নি। সুযোগ পেতে ওকে আর কী করতে হবে? প্রথম একাদশে না খেলালেও ওকে অন্তত দলে নেওয়া উচিত ছিল। সরফারাজকে বলে দেওয়া হোক যে রঞ্জি খেলে কোনও লাভ নেই। শুধু আইপিএলে ভাল খেললেই লাল বলের ক্রিকেটে সুযোগ পাওয়া যাবে। তা হলে হয়তো ওকে আর এত পরিশ্রম করতে হবে না।"

Advertisement

টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কা রাহানে (ভিসি), কেএস ভারত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আর অশ্বিন, আর জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল মো. সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।

ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (ভিসি), শার্দুল ঠাকুর, আর জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মো. সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement