পাকিস্তান সুপার লিগে (PSL) অদ্ভুত আউট হলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik)। করাচি কিংসের (Karachi Kings) ম্যাচে পেশোয়ার জালমির (Peshawar Zalmi) বিরুদ্ধে মাত্র ১ রান করেই আউট হন পাক (Pakistan) অলরাউন্ডার। ১১তম ওভারে কট অ্যান্ড বোল্ড হন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। এইটুকু পড়ে মনে হতেই পারে এ আবার নতুন কী? কট অ্যান্ড বোল্ড তো নতুন নয়, তবে যে ভাবে মালিক আউট হলেন তা চমকে দিতে বাধ্য।
কী ঘটেছিল?
পেশোয়ারের হয়ে বল করছিলেন আমির জামাল (Aamer Yamin)। বড় শট মারতে গিয়ে হাত থেকে ব্যাট ছিটকে যায় শোয়েবের। ব্যাট উড়ে পেছনের দিকে চলে যায়। আর বল উড়ে যায় সোজা আকাশে। ক্যাচ ধরতে ভুল করেননি আমির। আউট হয়ে ফেরেন শোয়েব মালিক। যখন বল ধরছেন আমির, ঠিক তখনই উইকেটের পেছন থেকে শোয়েবের ব্যাট কুড়িয়ে আনছিলেন পেশোয়ার উইকেটকিপার। আউট হয়ে ফিরতে থাকা শোয়েবের হাতে ব্যাট ফেরত দেন তিনি।
আরও পড়ুন: অ্যাডিলেডে ঘাস ছাঁটতেন, এখন অস্ট্রেলিয়ার সেরা বোলার, জানুন লায়ন-কাহিনি
ম্যাচে হার করাচির
১৯৮ রান তাড়া করতে নেমে ৮১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে করাচি কিংস। ফলে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায় শোয়েব মালিকদের পক্ষে। শেষদিকে করাচির ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন ইমাদ ওয়াসিম ও ম্যাথু ওয়েড। তবুও জিততে পারেনি শোয়েবের দল। ইমাদ ৩০ বলে ৫৭ রানের দারুণ ইনিংস খেলেন। আর অন্যদিকে ওয়েডও হাফ সেঞ্চুরি করেন। মাত্র ৪১ বলে ৫৩ রান করলেও ১৭৩ রানেই শেষ হয়ে যায় করাচির ইনিংস।
আরও পড়ুন: রোহিতের সাফাই, 'আমাদের অ্যাটাকিং খেলা উচিত ছিল'
পেশোয়ারের হয়ে হাসিবুল্লা খানও ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেন। মাত্র ২৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। ৩৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেন রভমন পাওয়েল। ভাল বল করেন মহম্মদ আমির। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি।
এবারের পিএসএল-এ একেবারেই ভাল ফর্মে নেই করাচি। সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে তারা। পয়েন্ট তালিকায় তাদের স্থান পাঁচ নম্বরে। অন্যদিকে ছয় ম্যাচের তিনটিতে জিতে পেশোয়ার রয়েছে চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে লাহোর কালান্দার্স। পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে তারা। দুই নম্বরে মুলতান সুলতানস। ছয়টি ম্যাচ খেলেছে তারা। তার মধ্যে জিতেছে চারটি ম্যাচ।