সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় বিয়ে করে শোয়েব মালিক শিরোনামে উঠে এসেছিলেন। আর এবার তাঁর বিরুদ্ধে উঠে গেল স্পট ফিক্সিং-এর অভিযোগ। সানাকে বিয়ে করে স্যোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই তারকা। এবার শুধু তৃতীয় বিয়ের জন্যই নয়, ক্রিকেটের জন্যই ফের তাঁকে নিয়ে শুরু হল জলঘোলা। বিপিএল থেকে সরিয়ে দেওয়া হল পাকিস্তানের প্রস্কতন ক্যাপ্টেনকে।
কেন স্পট ফিক্সিং-এর অভিযোগ কেন উঠল?
বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক ম্যাচে পরপর ৩টে নো বল করেন শোয়েব মালিক। স্পিনাররা সচরাচর এত নো বল করেন না। সেখানে শোয়েব মালিক এক ওভারে নো বলের হ্যাটট্রিক করে বসেন। যার ফলে হাসির খোরাক হতে হয়েছে তাঁকে। আর এই ঘটনার পরই তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠে এসেছে। নেটিজেনরা বলতে শুরু করেছেন, শোয়েব মালিক ম্যাচ ফিক্সিং করেছেন। উল্লেখ্য, ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জাকে ছেড়ে পাক অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করে গত কয়েকদিন ধরেই লাইমলাইটে শোয়েব মালিক। পাকিস্তানের তারকা ক্রিকেটার আবার খবরের শিরোনামে।
বিপিএলে ম্যাচ ছিল ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্সের। শোয়েব মালিক ওই ম্যাচে তিনটে নো বলন করে বসেন। ফলে নিয়ম অনুযায়ী প্রত্যেকটা নো বলের ক্ষেত্রে একটি করে ফ্রি হিট হয়েছিল। ওই ওভারে শোয়েব মালিক ১৮ রান দেন। কিন্তু শোয়েবের মতো অভিজ্ঞ ক্রিকেটার এটা করায় সকলেই বেশ অবাক হয়েছেন। অনেকেই আবার তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় এক্স এ অনেকেই মন্তব্য করেছেন এই ব্যাপারে।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে ফরচুন বরিশাল। জবাবে ১২ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় খুলনা টাইগার্স। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই নিয়ে ৩টে ম্যাচ খেলেছে শোয়েব মালিকের দল ফরচুন বরিশাল। তাতে ১টিতে জিতে বিপিএলের পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে তাঁরা।