Advertisement

Super Cup 2024 East Bengal VS Mohun Bagan: 'শত্রু' মোহনবাগান, ডার্বির আগে প্র্যাক্টিসই করল না ইস্টবেঙ্গল, কেন?

ডার্বির আগে অনুশীলনে নামল না ইস্টবেঙ্গল? মঙ্গলবার সন্ধ্যায় অনুশিলনে নামার কথা থাকলেও দল নিয়ে নামলেন না কোচ কার্লেস কুয়াদ্রাত। অনেকেই মনে করেছিলেন হয়ত অন্য কোনও ট্রেনিং গ্রাউন্ডে নেমে পড়েছেন কুয়াদ্রাতরা। তবে খোঁজ নিয়ে জানা যায় প্র্যাক্টিসই করেনি ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গল ও মোহনবাগান
Aajtak Bangla
  • ভুবনেশ্বর,
  • 17 Jan 2024,
  • अपडेटेड 5:47 PM IST

ডার্বির আগে অনুশীলনে নামল না ইস্টবেঙ্গল? মঙ্গলবার সন্ধ্যায় অনুশিলনে নামার কথা থাকলেও দল নিয়ে নামলেন না কোচ কার্লেস কুয়াদ্রাত। অনেকেই মনে করেছিলেন হয়ত অন্য কোনও ট্রেনিং গ্রাউন্ডে নেমে পড়েছেন কুয়াদ্রাতরা। তবে খোঁজ নিয়ে জানা যায় প্র্যাক্টিসই করেনি ইস্টবেঙ্গল।
কেন অনুশীলন করল ইস্টবেঙ্গল?
লাল-হলুদের অনুশীলন না করার পেছনে দু'টো কারণ উঠে আসছে। প্রথমত, ইস্টবেঙ্গলের অনুশীলের সময় পাশের মাঠেই অনুশীলন সারছিল মোহনবাগান। সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া আন্তোনিও লোপেজ হাবাসের সামনে নিজেদের স্ট্র্যাটেজি খোলসা করতে চায়নি লাল-হলুদ ব্রিগেড। সেই জন্যই অনুশীলন করতে নামেননি তাঁরা।  দ্বিতীয়ত, সুপার কাপ খেলতে এসে ভুবনেশ্বরে টানা অনুশীলন আর ম্যাচ খেলছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সেই একঘেয়েমি কাটাতে পুরো দলকে মঙ্গলবার ছুটি দিয়েছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। 

লিগ টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল
আপাতদৃষ্টিতে লিগ টেবিলে টিম কিছুটা সুবিধাজনক জায়গায় থাকায় ইস্টবেঙ্গল সমর্থকরা আশা দেখছেন ডার্বি জয়ের। শ্রীনিধি ম্যাচ জেতার পর লাল-হলুদ সমর্থকদের উদ্দেশে কার্লেস কুয়াদ্রাত বলেছিলেন, 'আমাদের সমর্থকরা সত্যি অভাবনীয়ভাবে সমর্থন করে আমাদের। আমাদের জয়ের কৃতিত্বের ভাগীদার ওরাও। আমরা অ্যাওয়ে ম্যাচেও দারুণ সমর্থন পাচ্ছি, যা কল্পনাতীত। আশা করছি, ডার্বিতেও একই জিনিস দেখব।' ডার্বির আগে ক্লেটন, হিজাজি মেহেররা দারুণ ছন্দে রয়েছেন। মঙ্গলবার ইস্টবেঙ্গল ফুটবলারদের দেখা যায় পায়ে হেঁটে ভুবনেশ্বর শহর ঘুরে দেখতে। 

দলের সঙ্গে যোগ দিলেন হাবাস
মঙ্গলবার মোহনবাগান দলের সঙ্গে যোগ দিলেন আন্তোনিও লোপেজ হাবাস। দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায় সবুজ-মেরুনের কোচকে।    


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement