Advertisement

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন কী কী ফিচার আনছে গুগল : দেখে নিন

অ্যান্ড্রয়েড ১১-র সঙ্গে গুগল বিশ্বব্যাপী নিয়েছে এসেছে পিক্সেল ৫। এমনকি পুরনো পিক্সেল ফোনগুলিতে এই সফটওয়্যার লঞ্চ করার প্ল্যান করছে সংস্থা। অ্যান্ড্রয়েড ১১- র অভিজ্ঞতা গ্রাহকদের যাতে আরও ভাল হয় সেইজন্যে তারা কাজ শুরু করেছে ইতিমধ্যেই।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনছে গুগল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2020,
  • अपडेटेड 9:03 PM IST
  • অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহারকারীদের জন্যে গুগল এনেছে নতুন ফিচার।
  • অ্যান্ড্রয়েড ১১-র সঙ্গে গুগল বিশ্বব্যাপী নিয়েছে এসেছে পিক্সেল ৫।
  • পুরনো পিক্সেল ফোনগুলিতে এই সফটওয়্যার লঞ্চ করার প্ল্যান করছে সংস্থা।

অ্যান্ড্রয়েড ১১-র সঙ্গে গুগল বিশ্বব্যাপী নিয়েছে এসেছে পিক্সেল ৫। এমনকি পুরনো পিক্সেল ফোনগুলিতে এই সফটওয়্যার লঞ্চ করার প্ল্যান করছে সংস্থা। অ্যান্ড্রয়েড ১১- র অভিজ্ঞতা গ্রাহকদের যাতে আরও ভাল হয় সেইজন্যে তারা কাজ শুরু করেছে ইতিমধ্যেই। সম্প্রতি গুগলের করা একটি ব্লগ পোষ্ট থেকে জানা যায় গ্রাহকরা যেভাবে নিজেদের অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহার করেন, সেটি পুরোপুরি বদলে দেবে নতুন ফিচারগুলি।

চলুন এক নজরে দেখা যাক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল কোন পাঁচটি পরিষেবা আনছে।  

গুগোল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলি খুলুন

এবার নিজেদের স্মার্ট গুগল অ্যাসিস্ট্যান্টে সংস্থা আনতে চলেছে উন্নত পরিষেবা।গ্রাহকরা আরো সহজেই কোনো অ্যাপ্লিকেশন খুলতে পারবেন গুগল অ্যাসিস্টেন্টের মাধ্যমে। গ্ৰাহকদের দেওয়া নির্দেশ মতো কাজ করবে এই অ্যাপ্লিকেশন।

 গুগল ডুয়ো- তে স্ক্রীন শেয়ারিং 

ভিডিও কল চলাকালীন নিজের বন্ধুদের সঙ্গে ব্যবহারকারীরা পেয়ে যাবেন স্ক্রিন শেয়ারিং করার পরিষেবা। এই ফিচার এতদিন পর্যন্ত গুগোল মিট-এ ছিল।

ফোন অ্যাপ স্প্যাম কল ব্লক করতে পারবে 

ফোন অ্যাপের মাধ্যমে এবার অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছিত ফোন কল আপনি এড়িয়ে যেতে পারবেন। গুগলের তরফ থেকেই সেই কল ব্লক করে দেওয়া হবে। সেই সঙ্গে কে এবং কেন আপনাকে ফোন করছে সেটাও আপনি জানতে পারবেন। যে সমস্ত গ্রাহকদের অ্যান্ড্রয়েড ৯ কিংবা উপরের কোন ভার্সন ব্যাবহার করেন তারা সকলেই প্রটেকশন ফিচারটি সহজেই ব্যবহার করতে পারবেন।

 নোটিফিকেশনের বর্ধিত শব্দ

গুগল লাইভ ট্রান্সক্রাইব অ্যাপের মাধ্যমে শব্দের নোটিফিকেশন ব্যবস্থাটি উন্নত করতে পারবেন ব্যবহারকারীরা। 

অ্যাকশন ব্লকের মাধ্যমে কণ্ঠস্বর ব্যবহার না করেই যোগাযোগের সুবিধা

অ্যাকশন ব্লক ফিচারের মাধ্যমে সরাসরি কণ্ঠস্বর ব্যবহার না করেও এবার থেকে যোগাযোগ করা যাবে, ছোটো কোন বাক্য কিংবা কোনো ছবির মাধ্যমে। সমস্ত প্রতিবন্ধী ব‌্যক্তি কিংবা বয়স্কদের জন্য একটি কৃত্রিম ভয়েস হিসেবে এটি কাজ করবে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement