Advertisement

7th Pay Commission Big Update: সরকারি কর্মীদের জন্য সুখবর, বুধবারই বড় ঘোষণা; ফের বাড়তে পারে বেতন

শীঘ্রই ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। AICPI সূচক ৩১ মে প্রকাশিত হতে পারে। তার ভিত্তিতে কর্মচারীদের ডিএ নির্ধারণ করা হবে।

সপ্তম বেতন কমিশনের খবর
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 27 May 2023,
  • अपडेटेड 9:45 PM IST
  • ডিএ আবারও ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে
  • AICPI সূচক ৩১ মে প্রকাশিত হতে পারে

DA Hike Latest Updates: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। ৩১ মে সন্ধ্যায় একটি বড় ঘোষণা হতে পারে। কর্মচারীরা আবার ডিএ বা মহার্ঘ ভাতার বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। শীঘ্রই ডিএ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। AICPI সূচক ৩১ মে প্রকাশিত হতে পারে। তার ভিত্তিতে কর্মচারীদের ডিএ নির্ধারণ করা হবে। জুলাই মাসে কত ডিএ কত বাড়ানো হবে তার চিত্র উঠে আসবে এই তথ্য থেকেই। বর্তমানে সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এই ডিএ বৃদ্ধি জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।

৪ শতাংশ বৃদ্ধি

২০২৩ সালের মার্চে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার জুলাই মাসে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। AICPI সূচক গণিত নির্ভর। তাই ডিএ আবারও ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফে।

AICPI সূচক কী?

কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারণ করে ন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের (AICPI-IW) উপর ভিত্তি করে। কর্মচারীদের বছরে দুবার মহার্ঘ ভাতা দেওয়া হয়। জানুয়ারি ও জুলাই মাসে মহার্ঘ ভাতা প্রয়োগ করা হয়। কিন্তু প্রতি বছর দেরিতে ডিএ ঘোষণা করা হয়।

AICPI-IW-তে ওঠানামা

লেবার কমিশন গত তিন মাসের AICPI-IW (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স- ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার) পরিসংখ্যান প্রকাশ করেছে। সে অনুযায়ী জানুয়ারিতে সূচকটি উপরের দিকে ছিল। ফেব্রুয়ারি মাসে তা পড়ে। তবে মার্চে আবারও সূচকের ঊর্ধ্বগতি হয়। সূচকটি ১৩২.৭ পয়েন্ট থেকে ১৩৩.৩ পয়েন্টে পৌঁছেছে। মোট বেড়েছে ০.৬ পয়েন্ট। মাসের ভিত্তিতে সূচকটি ০.৪৫ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ছিল ৪৩.০৮ শতাংশ, ফেব্রুয়ারিতে ৪৩.৭৯ শতাংশ এবং মার্চে ৪৪.৪৬ শতাংশ। এখন এপ্রিলে কতটা বাড়বে তা ৩১ মে ঘোষণা করা হতে পারে।

Advertisement

বছরে দুবার ডিএ বৃদ্ধি হয়

দ্বিতীয়ার্ধের জন্য ডিএ বৃদ্ধির প্রস্তাব সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আসে এবং কেন্দ্রীয় সরকার তাতে অনুমোদন দেয়। তবে এবারের ঘোষণা অগাস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বছরে দুবার ডিএ বাড়ানো হয়। প্রথমার্ধে ডিএ বেড়েছে ৪ শতাংশ। কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতির হার অনুযায়ী ভাতা বাড়ায়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement