Advertisement

Enumeration Form Passport Photo: এনুমারেশন ফর্মে কি ছবি লাগানো মাস্ট? উত্তর দিল নির্বাচন কমিশন

এই ফর্মে একটি পার্সপোর্ট সাইজ ছবি সাঁটানোর জায়গা রয়েছে। তাই অনেক ভোটারই ছবি তোলার জন্য ভিড় করছেন স্টুডিওতে। কিন্তু প্রশ্ন হল, এই ছবি লাগানো কি বাধ্যতামূলক? এটা ছাড়া কি ফর্ম জমা দেওয়া সম্ভব নয়? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

ছবি কি লাগাতেই হবে?ছবি কি লাগাতেই হবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2025,
  • अपडेटेड 11:33 AM IST
  • এই ফর্মে একটি পার্সপোর্ট সাইজ ছবি সাঁটানোর জায়গা রয়েছে
  • তাই অনেক ভোটারই ছবি তোলার জন্য ভিড় করছেন স্টুডিওতে
  • এই ছবি লাগানো কি বাধ্যতামূলক

বাংলায় SIR প্রক্রিয়া চলছে। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন বিএলও-রা। তাঁদের হাতে রয়েছে এনুমারেশন ফর্ম। সেই ফর্ম ফিলআপ করতে হবে ভোটারদের। তাহলেই নাম থাকবে ভোটার তালিকায়।

মুশকিল হল, এই ফর্মে একটি পার্সপোর্ট সাইজ ছবি সাঁটানোর জায়গা রয়েছে। তাই অনেক ভোটারই ছবি তোলার জন্য ভিড় করছেন স্টুডিওতে। কিন্তু প্রশ্ন হল, এই ছবি লাগানো কি বাধ্যতামূলক? এটা ছাড়া কি ফর্ম জমা দেওয়া সম্ভব নয়? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

কী বলছে কমিশন?

কমিশনের তরফে জানা গিয়েছে, ফর্মে পাসপোর্ট ছবি লাগানোর জায়গা রয়েছে ঠিকই। তবে সেটা দেওয়া বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ছবির জায়গাটা ফাঁকাও থাকতে পারে।

পাশাপাশি তাদের পক্ষ থেকে আরও দাবি করা হয়, এনুমারেশন ফর্মের ছবি ভোটদানের কাজে ব্যবহার হবে না। ভোট দেওয়ার জন্য শুধুমাত্র ভোটার কার্ডই ব্যবহার হবে। এই ফর্মের মাধ্যমে শুধু নতুন খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে। তাই এই নিয়ে মাথা ব্যথার নেই কোনও প্রয়োজন।

যদি কেউ চান এই ছবি দিতে পারেন। আবার না দিলেও কিছু করার নেই।

ছবি দিতে চাইলে...

এই নিবন্ধ পড়ার পরও অনেকেই ফর্মে ছবি সাঁটাতে চাইবেন। তাতে কোনও অসুবিধা অবশ্য নেই। কিন্তু সেক্ষেত্রে চেষ্টা করুন ছবির ব্যাকগ্রাউন্ড যাতে হালকা থাকে, সেটা নিশ্চত করার।

এখনও ফর্ম না পেলে

ইতিমধ্যেই প্রচুর ফর্ম ফিলআপ করে দিয়েছে রাজ্যের বিএলও-রা। তবে এখনও অনেক ফর্ম বিলি করা বাকি রয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই বুঝতে পারছেন না ফর্মটা পাবেন কীভাবে। আর আপনিও যদি সেই দলেই থাকেন, তাহলে শুনুন, আপনি চাইলে অনায়াসে বিএলও-এর নম্বর খুঁজে পেতে পারেন। এক্ষেত্রে ECINET অ্যাপ বা voters.eci.gov.in-এ গিয়ে 'Connect With Election Officials' বা 'Book A Call With BLO' অপশনে ক্লিক করুন। তারপর নিজের ভোটার আইডি নম্বর সাবমিট করুন। এরপরই আপনার এলাকার BLO-র নাম, ফোন নম্বর পেয়ে যাবেন। তাঁকে ফোন করে এনুমারেশন ফর্মের বিষয়ে জিজ্ঞেস করে নিন। তাহলেই কাজ আর কোনও সমস্যা থাকবে না।

Advertisement

পরিশেষে একটা কথা বলি, ফর্ম ফিলআপ করার সময় যদি বুঝতে না পারেন, তাহলে বিএলও-এর পরামর্শ নিন। তিনিই আপনাকে সহজ পথটা বুঝিয়ে দেবেন।

Read more!
Advertisement
Advertisement