RD Rate Update: ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট এখনও সকলের বিশ্বস্ত বিনিয়োগের মাধ্যম। বাজারে এখন শেয়ার, মিউচুয়াল ফান্ড-সহ একাধিক বিনিয়োগের অপশন রয়েছে। তা সত্ত্বেও রেকারিং ডিপোজিটেই ভরসা করেন বেশিরভাগ মানুষ। আজকের প্রতিবেদনে এমনই একটি রেকারিং ডিপোজিটের বিষয়ে জানতে পারবেন। তা-ও আবার পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের(PNB) মতো নামজাদা সরকারি ব্যাঙ্কের। আসুন জেনে নেওয়া যাক।
পঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক: রেকারিং ডিপোজিটে সুদের হার
পঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের (PNB) রেকারিং ডিপোজিট স্কিমে 8.05 শতাংশ সুদের হার পাবেন গ্রাহকরা। ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে রেকারিং ডিপোজিট করার অপশন রয়েছে। বিনিয়োগের সর্বনিম্ন অঙ্ক ১০০ টাকা।
বেতনভোগীদের অনেকের ক্ষেত্রে সঞ্চয় করে ওঠা হয় না। সেক্ষেত্রে রেকারিং ডিপোজিট করলে মাসে মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে ফেলতে পারেন। শুধু তাই নয়, তাতে উপরি সুদও পাবেন। ফলে সঞ্চয়ের পরিকল্পনা থাকলে আপনার সুবিধা মতো রেকারিং ডিপোজিট স্কিম বেছে নিতে পারেন।
তাছাড়া পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের মতো প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হওয়ায় বিনিয়োগের সুরক্ষা নিয়েও চিন্তার কিছু নেই। আসুন এক নজরে জেনে নেওয়া যাক পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে বর্তমানে রেকারিং ডিপোজিটে সুদের হার।
পঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের(PNB) রেকারিং ডিপোজিটে সুদের হার:
নিচে উল্লেখিত সুদের হার ১ জুলাই ২০২৩ থেকে প্রযোজ্য।
৬ মাস থেকে ২৭০ দিন মেয়াদ: ৫.৫০%
২৭১ দিন থেকে ১ বছরের মেয়াদ: ৫.৮০%
১ বছর থেকে ৪৪৩ দিনের মেয়াদ: ৬.৭৫%
৪৪৪ দিনের মেয়াদ: ৭.২৫%
৪৪৫ দিন থেকে ২ বছরের কম মেয়াদ: ৬.৮০%
২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদ: ৭.০০%
৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদ: ৬.৫০%
৫ বছর থেকে ১০ বছরের কম মেয়াদ: ৬.৫০%
সিনিয়র সিটিজেনদের জন্য আরও বেশি সুদ
নিয়মমাফিক পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের রেকারিং ডিপোজিটে সিনিয়র সিটিজেন বিনিয়োগকারীরা বেশি হারে সুদ পাবেন। কমপক্ষে ১৮০ দিনের মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে তাঁরা ৮.০৫% হারে সুদ পাবেন।