West Bengal Dry Day List 2023: ড্রাই ডে বা ‘শুখা’ দিনের খবর যে কোনও সুরা প্রেমীদের জন্য অত্যন্ত জরুরি! কারণ, ওই দিনে সমস্ত মদের দোকানই বন্ধ থাকে। তাই কোন কোন দিন ড্রাই ডে আছে, তা আগে থেকে জানা থাকলে সুরা প্রেমীরা প্রয়োজন মতো মদ তুলে রাখতে পারেন।
ভারতের অধিকাংশ রাজ্যে সেখানকার প্রধান উৎসব বা জাতীয় ছুটির দিনটিকে শুষ্ক দিবস হিসাবে পালন করা হয়। রাজ্য সরকারগুলি জনগণের ধর্মীয় বা নাগরিক অনুভূতিকে সম্মান জানানোর জন্য এই দিনগুলিকে ড্রাই ডে হিসাবে ঘোষণা করে। সব রাজ্যের আবগারি দফতর প্রতি বছরই ড্রাই ডে-র নতুন তালিকা প্রকাশ করে।
আরও পড়ুন: ট্রেনের চেয়েও সস্তায় Air India-SpiceJet-এর টিকিট; কোথায়-কীভাবে পাবেন?
ড্রাই ডের কারণে ২০২৩ সালে মোট ২১ দিন এ রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকছে। এর মধ্যে প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), মহা শিবরাত্রির (১৮ ফেব্রুয়ারি) মতো দিনগুলি ড্রাই ডে হিসাবে মদের সমস্ত দোকান বন্ধ রাখা হবে। মকর সংক্রান্তির পর আরও ২০ দিন এ রাজ্যে ড্রাই ডে রয়েছে, যেদিনগুলিতে বাংলার সমস্ত মদের দোকান বন্ধ রাখা হবে। চলুন জেনে নেওয়া যাক ২০২৩-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন কোন দিন ড্রাই ডে রয়েছে...
২০২৩-এ পশ্চিমবঙ্গের ড্রাই ডে-র সম্পূর্ণ তালিকা:
• ১৪ জানুয়ারি ২০২৩ মকর সংক্রান্তি।
• ২৬ জানুয়ারি ২০২৩ প্রজাতন্ত্র দিবস।
• ১৮ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি।
• ৮ মার্চ ২০২৩ হোলি।
• ৩০ মার্চ ২০২৩ রাম নবমী।
• ৪ এপ্রিল ২০২৩ মহাবীর জয়ন্তী।
• ২২ এপ্রিল ২০২৩ ইদ উল ফিতর।
• ২৮ জুন ২০২৩ ইদ আল আধা।
• ২৯ জুন ২০২৩ আষাঢ়ী একাদশী।
• ১৯ জুলাই ২০২৩ মহরম।
• ১৫ অগাস্ট ২০২৩ স্বাধীনতা দিবস।
• ৩০ অগাস্ট ২০২৩ রাখীবন্ধন উৎসব।
• ৬ ও ৭ সেপ্টেম্বর ২০২৩ জন্মাষ্টমী।
• ১৯ সেপ্টেম্বর ২০২৩ গণেশ চতুর্থী।
• ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৩ ইদ উল মিলাদ।
• ২ অক্টোবর ২০২৩ গান্ধী জয়ন্তী।
• ২৪ অক্টোবর ২০২৩ দশেরা/বিজয়া দশমী।
• ১২ নভেম্বর ২০২৩ দীপাবলি।
• ২৫ ডিসেম্বর ২০২৩ বড়দিন।
এছাড়াও বিশেষ পরিস্থিতি অনুযায়ী পৃথক রাজ্যে আরও কয়েকটা দিন ড্রাই ডে পালন করা হতে পারে। বিহার বা গুজরাতের মতো রাজ্যে এমনিতেই সরকারি ভাবে সারা বছর মদ বিক্রি নিষিদ্ধ। তাই ওই রাজ্যগুলিতে ড্রাই ডে বলে কিছু হয় না।