ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন এক গ্রাহক। কিন্তু সেই ঋণ অন্য ব্য়াঙ্কে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় নথি দিচ্ছিল না সংশ্লিষ্ট ব্যাঙ্ক। অভিযোগ লেটার অব ডিসবার্সমেন্ট বা LOD ইস্যু করতে সর্বাধিক সাতদিন সময় লাগতে পারে। কোনও কোনও ব্যাঙ্ক আবার একদিনের মধ্যে দিয়ে দেয়। কিন্তু তাঁকে এই নথি দেওয়ার জন্য দিনের পর দিন ঘোরানো হচ্ছে। শেষ পর্যন্ত বারবার ব্যাঙ্কের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে এক অভিনব পদক্ষেপ করলেন ওই গ্রাহক। ব্য়াঙ্কের একটি সোফাকেই নিজের ঘর বানিয়ে ফেললেন। ওই সোফযায় বাড়ি থেকে বালিশ, কম্বল, জলের বোতল নিয়ে গিয়ে সটান শুয়ে পড়েন। কেন এটা করলেন? তাঁর সাফ কথা যতক্ষণ না পর্যন্ত ব্যাঙ্ক তাঁকে নথি দেবে ততক্ষণ পর্যন্ত তিনি ব্যাঙ্কের সোফায় শুয়ে থাকবেন। এদিকে তাঁর এই পদক্ষেপকে অবাক হয়ে যান ব্যাঙ্কের কর্মীরা। কিন্তু তাঁকে ব্যাঙ্ক থেকে উঠিয়ে দেওয়ার ব্য়াপারে কোনও উদ্যোগও নেননি তাঁরা। যদিও প্রয়োজনীয় লেটার অব ডিসবার্সমেন্টও দেওয়া হয়নি ওই গ্রাহককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের জামনগরে।