হাসপাতালের মধ্যে ইনস্টাগ্রাম রিল বানানো। শাস্তি পেলেন কর্ণাটকের গাদাগ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এর আত্রিশ জন ডাক্তারি পড়ুয়া। শনিবার, হাসপাতালের নিয়ম ভঙ্গের অপরাধে তাঁদের হাউজম্যানশিপ প্রশিক্ষণ 10 দিন বাড়িয়ে দেওয়া হয়। GIMS-এর পরিচালক ড. বসবরাজ বোম্মানহালি বলেন, এটা খুবই গুরুতর অন্যায়। আত্রিশ জন এই কাজ করেছেন এবং নিয়ম ভঙ্গ করেছেন। যা-ই করুন তা হাসপাতাল চত্বরে না করে বাইরে গিয়ে করতে পারতেন। রোগীদের অসুবিধা করা ঠিক নয়।