ঝালদায় কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর হত্যার ঘটনায় সিবিআই এর আইনজীবী আজ পুরুলিয়া আদালতে এলেও ওয়ার্কিং ডে না হওয়ার জন্য প্রথমে শুনানি খারিজ করে দিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপর ঝালদা বেস ক্যাম্পে ফিরে যান সিবিআই প্রতিনিধিদল। পরে সিবিআই প্রতিনিধিদল ফের আদালতের সঙ্গে যোগাযোগ করে জানান, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে ৪৫ দিনের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। তাই এদিন সেই নির্দেশের কথা জানিয়ে বিচারককে তড়িঘড়ি শুনানির আবেদন করেছেন তাঁরা। পরে রবিবার ছুটির দিন বন্ধ আদালত খুলে ফের শুনানি প্রক্রিয়া শুরু হয়। অবশেষে আদালত তপন কান্দু হত্যার অভিযোগে ধৃত তপন কান্দুর দাদা নরেন কান্দুকে সাত দিন, কালেবার সিংকে ৫ দিন ও আসিক খানকে ৭ দিনের সিবিআই হেপাজতের নির্দেশ দেয়।