শখের বসেই জাহাজের মতো বাড়ি তৈরি করলেন মিন্টু রায়। অবিকল টাইটানিক জাহাজের মতো সাধের বাড়ি তৈরি করছেন তিনি। উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা জেলার বাসিন্দা মিন্টু রায়। 20-25 বছর আগে শিলিগুড়ির ফাঁসিদেওয়া অঞ্চলের নিজবাড়ি এলাকায় এসে বসতি স্থাপন করেন। বর্তমানে চাষাবাদ করেই দিন কাটাচ্ছেন তিনি। বাবা মনোরঞ্জন রায়ের হাত ধরেই শিলিগুড়িতে আসা। তারপর কেটে গিয়েছে অনেক দিন। কিন্তু তাঁর ইচ্ছেটাকে কিন্তু কোনওদিনও মরে যেতে দেননি মিন্টু। তাঁর সখের জাহাজের মতো বাড়ি বানানোর কাজ ধীরে ধীরে শুরু করেন তিনি। প্রসঙ্গত, কলকাতায় থাকাকালীন জাহাজ ও পুজো মণ্ডপ দেখে জাহাজের মতো বাড়িতে থাকার ইচ্ছে হয় তাঁর। সেই থেকেই এই জাহাজ বাড়ি বানানোর পরিকল্পনা নেন।