Advertisement

Bangaon Explosion: বনগাঁয় স্কুলের পাশেই বিস্ফোরণ, আহত ২ পড়ুয়া

Bangaon Explosion: পাথরের আড়ালে লুকিয়ে থাকা তারে কৌতুহলবশত হাত দিতে গিয়ে বিস্ফোরণে ক্ষতবিক্ষত হল দুই স্কুল পড়ুয়া। শুক্রবার উত্তর চব্বিশ পরগণার বনগাঁ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে।

বনগাঁয় স্কুলের পাশেই বিস্ফোরণ, আহত ২ পড়ুয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2024,
  • अपडेटेड 7:24 PM IST

Bangaon Explosion: ডাঁই করে রাখা পাথরের আড়ালে লুকিয়ে থাকা তারে কৌতুহলবশত হাত দিতে গিয়ে বিস্ফোরণে ক্ষতবিক্ষত হল দুই স্কুল পড়ুয়া। শুক্রবার উত্তর চব্বিশ পরগণার বনগাঁ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। খড়ুয়া রাজাপুর হাইস্কুলের বাইরে বিস্ফোরণে জখম হয়েছে পঞ্চম শ্রেণির দুই পড়ুয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার খরুয়া রাজাপুর হাইস্কুলে এদিন টিফিনের সময়, ছাত্ররা যখন বাইরে ঘোরাঘুরি করছিল, তখন পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্র স্কুলের সামনে ফেলা পাথরের ডাঁইয়ের কাছে চলে আসে। পাথরের মধ্য়ে থেকে একটি তার বেরিয়ে থাকতে দেখে কৌতুহলবশত এক ছাত্র সেটি ধরতে যায়। তার হাত দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।এতে এক ছাত্রের হাতে ক্ষতবিক্ষত হয়ে পড়ে। সঙ্গে থাকা অপর এক ছাত্রও জখম হয়। তাদের দুজনকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।  তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। এক ছাত্রের ৩টি আঙুলে সেলাই পড়েছে বলে জানা গিয়েছে স্কুল সূত্রে।

তবে ওই পাথরের স্তুপের মধ্যে কীভাবে বিস্ফোরক এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সেখান কেন কী উদ্দেশ্যে এই বিস্ফোরক রাখা হয়েছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে স্কুল কর্তৃপক্ষকে একটা জিনিস ভাবাচ্ছে। এদিন সকালেই স্কুলের সামনে স্টোন চিপস ফেলা হয়েছিল। তার মধ্যেই কারা বিস্ফোরক রেখে গেল তা নিয়ে আতঙ্কিত স্কুলের শিক্ষকরা থেকে শুরু করে অভিভাবকরা।  ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement