ভয়াবহ বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। নদীতে বাড়ছে জলস্তর। ফলে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা। বহু গ্রামে জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। একাধিক রাস্তা জলের তলায়। যার জেরে বন্ধ যান চলাচল। সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিঘার পর বিঘা কৃষি জমি চলে গিয়েছে বন্যার জলের তলায়। রাস্তাগুলির ওপর জল এতটাই বেশি যে মানুষকে ডিঙ্গিতে করে রাস্তা পার হতে হচ্ছে। অর্থাৎ ঘাটালের সেই চিরাচরিত বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ফিরল আবারও।