Advertisement

Alipurduar-Cooch Behar National Highway Accident : সিভিক ভলান্টিয়ারের ধাওয়া, লরি পিষে মারল দু'জনকে, আলিপুরদুয়ার অগ্নিগর্ভ

Alipurduar-Cooch Behar National Highway Accident: সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)-এর ধাওয়া থেকে পালাতে গিয়ে দু'জনকে পিষে মারল লরিচালক। আলিপুরদুয়ার কোচবিহার জাতীয় সড়ক (Alipurduar-Cooch Behar National Highway)-এর বীরপাড়া আইটিআই কলেজ মোড় (Birpara ITI College More)-এর ঘটনা। সেখানে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)-এর তাড়া খেয়ে পালাতে যান এক লরিচালক।

আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 14 Mar 2022,
  • अपडेटेड 8:28 PM IST
  • সিভিক ভলান্টিয়ারের ধাওয়া থেকে পালাতে গিয়ে দু'জনকে পিষে মারল লরিচালক
  • আর এই ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়াল
  • ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ

Alipurduar-Cooch Behar National Highway Accident: সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)-এর ধাওয়া থেকে পালাতে গিয়ে দু'জনকে পিষে মারল লরিচালক। এমনই অভিযোগ উঠেছে। আর এই ঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়াল। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। সোমবার মর্মান্তিক এই ঘটনা আলিপুরদুয়ার (Alipurduar)-এর। 

বীরপাড়া আইটিআই কলেজ মোড়ের ঘটনা
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, আলিপুরদুয়ার কোচবিহার জাতীয় সড়ক (Alipurduar-Cooch Behar National Highway)-এর বীরপাড়া আইটিআই কলেজ মোড় (Birpara ITI College More)-এর ঘটনা। সেখানে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)-এর তাড়া খেয়ে পালাতে যান এক লরিচালক। পালাতে গিয়ে ২ টোটো যাত্রীকে পিষে মারল এক লরি। ঘটনায় গুরুতর জখম ২ শিশু-সহ আরও চার টোটো যাত্রী। 

আরও পড়ুন: দুয়ারে COVID ভ্যাকসিন সার্টিফিকেট, এই নম্বরে হোয়াটসঅ্য়াপ করলেই

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার জেরে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সোমবার আলিপুরদুয়ার থেকে কোচবিহারগামী একটি লরিকে বাইকে করে তাড়া করছিল এক সিভিক ভলেন্টিয়ার। 

তাঁর হাত থেকে বঁচতে দ্রুতগতিতে লরিটি পালাতে গেলে বীরপাড়া আইটিআই কলেজ (Birpara ITI College)-এর কাছে এক টোটোকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে লরিটি। সেই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। জোর শব্দে এলাকা কেঁপে ওঠে।

প্রবল ক্ষোভ মানুষের
বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে আলিপুরদুয়ার (Alipurduar) জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরই প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের গাড়ি সহ একাধিক গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। 

টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে স্থানীয়রা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় স্থানীয়দের। সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)-দের ওপর তুমুল ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)-রা গাড়িচালকদের ওপর একপ্রকার হয়রান করেন। তাদের ভয়ে তটস্থ থাকেন গাড়িচালকরা।

Advertisement

তাঁদের দাবি, এদিন সেই ভয়েই হয়তো ওই লরিচালক পালাতে চেয়েছিলেন। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)-দের এই কাজ মেনে নেওয়া যায় না। এ কারণে এর আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। এই ঘটনা ফের একবার প্রমাণ করে দিল, ওদের জন্য বড়সড় বিপদ ঘটতে পারে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
পরে সেখানে যায় আলিপুরদুয়ার থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর জেরে যান চলাচলে প্রভাব পড়ে। ঘটনার তদন্ত করছে পুলিশ। অভিযুক্ত লরিচালকের খোঁজ করা হচ্ছে। নিহত এবং আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে চাকরির দারুণ সুযোগ, রইল আবেদনের বিস্তারিত তথ্য 

প্রতিবেদক: অনিন্দিতা চৌধুরী

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement