Advertisement

'বিজেপি সাতবার মিছিল করছে, আমাদের বেলায় ১৪৪ ধারা?' রাজ্যপালকে পাল্টা প্রশ্ন অভিষেকের

দিল্লি থেকে ফিরেই গত ৫ অক্টোবর রাজভবন অভিযানের সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে রাজভবনে সামনে ধর্নায় বসেছে তৃণমূল। কিন্তু তৃণমূলের দাবি সত্ত্বেও রাজ্যপাল তাঁদের সঙ্গে দেখা করেননি। সেই সময় তিনি উত্তরবঙ্গে ছিলেন। সেখান থেকেই সোজা দিল্লি চলে যান। 

তিনি বলেন, 'রাজ্যপাল বলছেন ১৪৪ ধারা রয়েছে কী ভাবে ধর্না করে। কিন্তু বিজেপি সাত বার মিছিলের ক্ষেত্রে কেন এমন বলেননি?'
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2023,
  • अपडेटेड 10:17 PM IST
  • দিল্লি থেকে ফিরেই গত ৫ অক্টোবর রাজভবন অভিযানের সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  •  ১০০ দিনের কাজে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে রাজভবনে সামনে ধর্নায় বসেছে তৃণমূল।
  •  কিন্তু তৃণমূলের দাবি সত্ত্বেও রাজ্যপাল তাঁদের সঙ্গে দেখা করেননি। সেই সময় তিনি উত্তরবঙ্গে ছিলেন। সেখান থেকেই সোজা দিল্লি চলে যান। 

দিল্লি থেকে ফিরেই গত ৫ অক্টোবর রাজভবন অভিযানের সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে রাজভবনে সামনে ধর্নায় বসেছে তৃণমূল। কিন্তু তৃণমূলের দাবি সত্ত্বেও রাজ্যপাল তাঁদের সঙ্গে দেখা করেননি। সেই সময় তিনি উত্তরবঙ্গে ছিলেন। সেখান থেকেই সোজা দিল্লি চলে যান। 

এদিকে রবিবার রাতে কলকাতা ফিরলেও অভিষেকের সঙ্গে দেখা করেননি রাজ্যপাল। তাঁর কথায়, আগে আইন শৃঙ্খলা ঠিক হোক তার পর সাক্ষাৎ করা যাবে। নাম না করেই অভিষেকের উদ্দেশে এমনটা বলেন তিনি। 

রাজ্যপালের পাল্টা দাবি, ১৪৪ ধারা কার্যকর রয়েছে রাজভবনের আশেপাশে। এমন একটি স্থানে তৃণমূলকে কীভাবে মঞ্চ তৈরির অনুমতি দিল পুলিশ? 

অন্যদিকে অনুমতি ছাড়াও যদি ধর্নামঞ্চ করা হয়ে থাকে, সেক্ষেত্রে এখনও পুলিশি নিষ্ক্রিয়তার কারণ কী? পাল্টা প্রশ্ন রাজ্যপালের। 

রাজ্যপালের এই প্রশ্নের জবাব দিয়েছেন অভিষেক। রাজভবনের সামনে বিজেপির কর্মসূচি হলে সমস্যা নেই। এদিকে তৃণমূলের কর্মসূচি হলেই রাজ্যপাল সিভি আনন্দ বোসে অবস্থান বদলে যায়। তিনি বলেন, 'রাজ্যপাল বলছেন ১৪৪ ধারা রয়েছে কী ভাবে ধর্না করে। কিন্তু বিজেপি সাত বার মিছিলের ক্ষেত্রে কেন এমন বলেননি?' 

তিনি বলেন, '২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সাত বার ১৪৪ ধারা লঙ্ঘন করে কর্মসূচি করেছে বিজেপি। একাধিক বার বিজেপি বিধায়করা মিছিল করে রাজভবনে গিয়েছেন। রাজভবনের বাইরে ভিড় করে সাংবাদিক বৈঠক করেছেন। তখন রাজ্যপালের দায়িত্ব কোথায় ছিল?'

অভিষেক বলেন, 'আপনি বিজেপির রাজ্যপাল রাজ্যপাল নন। বাংলার রাজ্যপাল। বাংলার প্রতি আপনার দায়বদ্ধতা থাকা উচিত।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement