দুই পাড়ার মধ্যে গোলমালের জেরে তুমুল উত্তেজনা ছড়াল বর্ধমান (Bardhaman)-এর পানাগড় (Panagarh)-এ। বোমা (Bomb) ছোড়া হয়েছে বলে অভিযোগ। দফায় দফায় গোলমালের খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছে দুই ব্যক্তি। এখনও পর্যন্ত আটক করা হয়েছে ১৭ জনকে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পাড়ার মধ্যে গোলমাল শুরু হয়েছিল। তবে তা যে এত বড়সড় আকার নেবে, কেউ বুঝতে পারেনি। আর এই গোলমালের ঘটনায় উত্তপ্ত পানাগড়ের রেলপাড়।
এদিন সন্ধে থেকে ওই এলাকায় বোমাবাজি চলছে বলে জানা গিয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় কাঁকসা থানার আই সি অর্ণব গুহর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। পরিস্থিতির সামাল দিতে বেশ বেগ পেতে হয়। এলাকা উত্তপ্ত থাকার জন্য ওই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ওই এলাকায় বাইরে থেকে কারা যাতাযাত করছেন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
এলাকায় সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যে ১৭ জনকে আটক করেছে কাঁকসা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এবিসিডি ক্লাবের মাঠে একটি খড়ের চালা বানানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। অভিযোগ, ওই খড়ের চালায় আগুন ধরিয়ে দেয় রেলপাড়ের অগ্রগামী ক্লাবের সদস্যরা। পাশাপাশি বোমাবাজিও করা হয় বলে অভিযোগ ৷ ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে ৷ সংঘর্ষে দু'জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে গোলমাল তা জানার চেষ্টা করছে পুলিশ। বোমা কোথা থেকে এল, তা-ও দেখা হচ্ছে। কোথা থেকে গোলমাল শুরু, তা দেখা হচ্ছে। কারা আগুন লাগিয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আর কে কে যুক্ত রয়েছে, তা খোঁজা হচ্ছে। গোলমালের সঙ্গে সব যুক্ত সব অভিযুক্তের খোঁজ শুরু করা হয়েছে।