Advertisement

বাংলার উপর প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি, প্রতিক্রিয়া ফিরহাদের

একুশের নির্বাচনে বিজেপি এই রাজ্যে খারাপ ফলাফল করেছে। সেই কারণে তারা বাংলার মানুষের উপর প্রতিহিংসা চরিতার্থ করছে। জামিন পেয়ে বললেন ফিরহাদ হাকিম।

Firhad Hakim
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 May 2021,
  • अपडेटेड 9:30 AM IST
  • বাংলার মানুষকে অপমান করছে বিজেপি
  • প্রতিহিংসা চরিতার্থ করছে
  • জামিন পেয়ে বললেন ফিরহাদ হাকিম

একুশের নির্বাচনে বিজেপি এই রাজ্যে খারাপ ফলাফল করেছে। সেই কারণে তারা বাংলার মানুষের উপর প্রতিহিংসা চরিতার্থ করছে। আজ নারদকাণ্ডে জামিন পেয়ে বললেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। 

জামিন মঞ্জুর হওয়ার পরই ফেসবুক পোস্ট করে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ফিরহাদ। তিনি লেখেন, 'আজ শুধু আমার ও আমার সহকর্মীদের বিরুদ্ধেই নয়, বিজেপি তার প্রতিহিংসা দেখিয়েছে এরাজ্যের মানুষের উপর। তৃণমূলকে সমর্থন করার জন্য বাংলার মানুষের প্রতি তৃণমূলের এই বিদ্বেষ।'

করোনা পরিস্থিতিতে দেশের দিকে না তাকিয়ে বাংলাকে যে কোনও প্রকারে দখল করা বিজেপির অন্যতম লক্ষ্য বলেও অভিযোগ করেন ফিরহাদ। তিনি লেখেন, 'বাংলা দখলের জন্য বিজেপি যা ইচ্ছে তাই করছে। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর চেয়ে বাংলা দখল করা তাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।' 

আরও পড়ুন : Narada Scam : অবশেষে জামিন আদালতে, হাইকোর্টে যেতে পারে CBI

নারদ মামলার কোনও সত্য়তা নেই বলেও দাবি করেন ফিরহাদ। নারদে যে স্টিং অপারেশন সামনে আনা হয়েছিল তাকে ভিত্তিহীন বলে দাবি করে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নিয়ে প্রশ্ন তোলেন। এরাজ্যে ভোটে জেতার জন্য কোটি কোটি টাকা বিজেপি খরচ করেছে, ফেসবুকে লেখেন তিনি। 

প্রসঙ্গত, সোমবার সকালে নারদকাণ্ডে অভিযুক্ত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয় তাঁদের। তবে বিকেলে নগর দায়রা আদালত তাঁদের জামিন মঞঢ্জুর করে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement