কোটি কোটি টাকার দুর্নীতির পাহাড়। অভিযোগে জলপাইগুড়ি জেলার মালবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন সাহাকে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হল। অনেকদিন ধরে তাঁকে দল থেকে সরানো নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তাই করল তৃণমূল। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ৷
জানা যায়, তাঁর বিরুদ্ধে ১২০ কোটিরও বেশি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ আছে তাঁর ওপর। এই টাকা চাকরি বিক্রি, আবাস যোজনা, অবৈধ নির্মাণে দুর্নীতির অভিযোগ আছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়।
তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আছে, পুরসভার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহমে একছত্র আধিপত্য ফলাতেন। আশেপাশের কোনও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ হয়নি। এই সব অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।
এক সংবাদমাধ্যমকে জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, ''বিষয়টি নিয়ে আমরাও আলোচনা করেছি। অনেক অভিযোগই সামনে আসছিল। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি এই সিদ্ধান্ত নেয়। সেই নির্দেশই কার্যকর করা হয়েছে। এক দিকে গত লোকসভা নির্বাচনে খারাপ ফল, তার উপর স্বপনের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে দুর্নীতির নানা অভিযোগ দলের উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছেছে।''
যদিও স্বপন দাবি করেন, যে দুর্নীতির কথা বলছেন, সেই দুর্নীতি প্রমাণ করে দেখানোর। প্রয়োজনে তাঁর দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখার দাবি করেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের দাবি করেন।