আজ রাজ্যের ৬টি বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট প্রকাশ। সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা। এ যাবৎ কোনও ভোটেই মাদারিহাটে জিততে পারেনি জোড়াফুল শিবির। এই আসনটি ১৯৭৭ থেকে ২০১৬ পর্যন্ত ছিল আরএসপির দখলে। ২০২১ সালের ভোটে মাদারিহাটে বামপন্থীরা হেরেছিলেন। জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা। সেই মনোজকে এ বার লোকসভায় দাঁড় করিয়েছিল বিজেপি। আলিপুরদুয়ার আসন থেকে তিনি জিতে সাংসদ হয়েছেন। সে কারণেই মাদারিহাটে উপনির্বাচন হয়েছে। মেদিনীপুর আসনে ১৭টি রাউন্ড ভোট গণনা হবে। তালড্যাংরা বিধানসভা আসনে ১১ রাউন্ড গণনা করা হবে। সিতাই বিধানসভা আসনে ১২ রাউন্ড ভোট গণনা হবে। মাদারিহাটে ৯ রাউন্ড গণনা হবে। মোট ১৪ রাউন্ড ভোট গণনা হবে হাড়োয়ায়। নৈহাটিতে ১০ রাউন্ড ভোট গণনা হবে। ৬ কেন্দ্রে উপনির্বাচনে কী এগিয়ে কে পিছিয়ে। প্রতি মুহূর্তের আপডেট।
নৈহাটিতে জিতল তৃণমূল
নৈহাটিতে ৪৮ হাজার ৮৭৯ ভোটে জিতে গেলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনত দে।
৮৫ হাজার ভোটে এগিয়ে!
ষষ্ঠ রাউন্ডের শেষে সিতাইয়ে প্রার্থী সঙ্গীতা রায় ৮৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন। উপনির্বাচনে ৫-১০ হাজার ব্যবধানই অনেক। সেখানে এত বিপুল ভোটের ব্যবধান সত্যিই উল্লেখযোগ্য একটি ব্যাপার বলে মনে করছেন বিশ্লেষকরা।
উপনির্বাচনের রেজাল্ট নিয়ে কী বললেন সুকান্ত?
৬ কেন্দ্রে উপনির্বাচনে এখনও পর্যন্ত অনেক পিছিয়ে বিজেপি। পরিস্থিতি যা, তাতে বিজেপি-র হাতে থাকবে না মাদারিহাট কেন্দ্রটিও। বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বললেন, 'উপনির্বাচনে যেমন রেজাল্ট হয়, তেমনই হচ্ছে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে।'
বিশাল ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস
মাদারিহাটে ১০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। নৈহাটিতে প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। হাড়োয়ায় ২৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল। মেদিনীপুরে ৮ হাজার ৯০০ ভোটে এগিয়ে শাসক দল।
৬ আসনেই এগিয়ে তৃণমূল কংগ্রেস
৬ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে ৬টিতেই এগিয়ে তৃণনূল কংগ্রেস। জয়ের উত্সব শুরু হয়ে গিয়েছে।
সিতাইয়ে অনেক এগিয়ে তৃণমূল
সিতাইয়ে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ২৫ হাজার ৫২৭ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী পেয়েছেন ২৯ হাজার ৫৫৩টি ভোট। বিজেপি পেয়েছে ৪০০৬ ভোট। কংগ্রেস পেয়েছে ৫৩৫ ভোট।
৬ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল
তালড্যাংরা, সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, মাদারিহাট, প্রথম রাউন্ড গণনা শেষে ৬ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস।
মেদিনীপুরেও এগিয়ে তৃণমূল
মেদিনীপুরে ৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুজয় হাজরা।
মাদারিহাটে এগিয়ে তৃণমূল
মাদারিহাটে ৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফাল্গুনি সিংহবাবু। এই কেন্দ্রটি এতদিন ছিল বিজেপির দখলে।
প্রথম রাউন্ড শেষে অনেক এগিয়ে তৃণমূল
১৫ হাজার ৩০০ ভোটে সিতাইতে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। তালড্যাংরায় প্রথম রাউন্ডে ৩৩০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। নৈহাটিতে ১৪ হাজার ৬৯০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সনত্ দে। হাড়োয়ায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে আইএসএফ।
গণনাকেন্দ্র চত্বরের পর্যবেক্ষণ করছেন পুলিশ সুপার
কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা চলছে দিনহাটা কলেজে। সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা। গণনাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন রয়েছে। গণনাকেন্দ্র চত্বরের পর্যবেক্ষণ করছেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।
হাড়োয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী
পোস্টাল ব্যালট গণনায় হাড়োয়ায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম।
নৈহাটিতে এগিয়ে তৃণমূল
প্রাথমিক ট্রেন্ডে তালড্যাংরা এগিয়ে নৈহাটিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
৬ কেন্দ্রের বিধায়করাই লোকসভায় সাংসদ
পার্থ ভৌমিক ব্য়ারাকপুরের সাংসদ হয়ে যাওয়ায়, বিধায়কশূন্য় নৈহাটি। তেমনই, জুন মালিয়া মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জয়ী হওয়ায়, মেদিনীপুর বিধানসভা কেন্দ্র বিধায়কহীন পড়েছে। তালড্য়াংরার তৎকালীন তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, বর্তমানে সাংসদ। সিতাইয়ের বিধায়ক ছিলেন জগদীশ বর্মা বসুনিয়া।
একটু পরেই শুরু হবে ভোট গণনা
সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। লোকসভা ভোটে ৬ জন জিতে সাংসদ হয়েছেন। ফলে ৬টি বিধানসভা কেন্দ্রই খালি হয়ে যায়। আজ সেই কেন্দ্রগুলিতে ৬ প্রার্থীর ভাগ্য নির্ধারণ।