তৃণমূল কর্মী যারা বিজেপিতে গিয়েছিলেন ভোটের পর তারা বিজেপি ছেড়ে তৃনমূলে ফিরে আসতে চাইছেন। কিন্তু গ্রাম স্তরের তৃনমূলীরা অত সহজে বিজেপিদের ঘরে ফিরতে দিতে নারাজ। তৃনমূল নেতারা বলছেন এদের মিথ্যে প্রচার, সাম্প্রদায়িক উস্কানিতে ভোট ভাগাভাগি হয়েছে। এই ক্ষতিকারক কর্মীদের দলে ফেরানো যাবে না ।কিন্তু বিজেপি কর্মীরা ঘরে ফিরতে চাইলে কি করা যায়? বীরভূমের সাঁইথিয়ার বনগ্রামে বিজেপি কর্মীরা তাদের অপরাধ স্বীকার করে সকাল থেকে কখনও তৃনমূল অফিস কখনও বিজেপি নেতাদের বাড়ির সামনে সদলে ধর্না দিচ্ছেন। এরপর তৃনমূল নেতারা তাদের প্রস্তাব দিলেন এদের শাস্তি দেওয়া হোক এদের নিয়মেই ।
বিজেপি ভোটের আগে তৃনমূলের ব্যবহার করা এলাকায় সভা করার আগে গোবর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করতো, সেই পথেই বিজেপির দলছুট কর্মীদের গোবর-গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে ঘরে নিল তৃনমূল।