দীর্ঘ প্রতীক্ষার অবসান, নির্ধারিত সময়ের প্রায় ৮ দিন পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলী, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পশ্চিম বর্ধমানে বর্ষা প্রবেশ করেছে, বাদবাকি জেলাগুলিতে আগামী দু-তিন দিনের মধ্যে বৃষ্টি শুরু হবে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষ করে আজ বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস। লাল সর্তকতা জারি থাকছে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। পাশাপাশি ভারী বৃষ্টির প্রভাবে রাজ্যে কমবে তাপমাত্রাও। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।