ভোটের হিংসায় নিহত ISF কর্মী হাসান আলী মোল্লার বাচ্চাদের পড়াশোনার দায়িত্বও নিলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। ভাঙড় থেকে 144 ধারা উঠতেই তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন ISF বিধায়ক। হাসান আলী মোল্লার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নওশাদ সিদ্দিকি। নিহত হাসান আলী মোল্লার বাচ্চাদের পড়াশোনার দায়িত্বও নেন তিনি। পাশাপাশি তিনি পশ্চিম ভোগালিতে নিহত রেজাউল গাজির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এবং তাদের যাবতীয় সাহায্যের আশ্বাস দেন বিধায়ক।