রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপি (BJP)-র শহিদ সম্মান যাত্রা। আর আজ সেই কর্মসূচি নিয়েই আরামবাগের কামারপুকুর (Kamarpukur)- এ এলেন কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী (Minister Of Education & HRD Ministry) ডা: সুভাষ সরকার (Subhash Sarkar)। এদিন তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভিটে পরিদর্শন করেন। এখান থেকেই তিনি বলেন, খুব শীঘ্রই জাতীয় শিক্ষানীতি ২০২০ (National Education Policy 2020) বাস্তবায়িত হবে, এবং রাজ্য সরকারকে এতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা (Post Poll Violence) এর বিষয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এর রায় নিয়ে তিনি বলেন, রাজ্য সরকারের উচিত নির্দলীয় আচরণ করা। এবং আশা করি হাইকোর্টের রায়ে ক্ষতিগ্রস্তরা ন্যায় বিচার অবশ্যই পাবেন।