ফের বিতর্কিত মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সোমবার, 7 অগাস্ট উপাসনা গৃহে প্রার্থনার পর উপাচার্য মন্তব্য করেন পরাধীন ভারতে বেশকিছু স্বার্থান্বেষী জমিদার নাকি ইংরেজ সাহেবদের কাছাকাছি পৌঁছনোর মাধ্যম হিসাবে ব্যবহার করতেন দুর্গাপুজোকে। ফলে এই দুর্গাপুজোর মধ্যে ভক্তিভাব থাকলেও একশ্রেণীর জমিদার তথা মানুষের কাছে ছিল তা স্বার্থ কায়েমের রাস্তা। যদিও তাঁর এই মন্তব্যের জন্য তিনি প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল ও কালীপ্রসন্ন সিংহের হুতোম পেঁচার নকশা এই বই দুটিকে ঢাল করেছেন উপাচার্য।