বর্তমানে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে, সেটি আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে মূলত ওড়িশা ও ছত্রিশগড় ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমাদের রাজ্যে এই ঘূর্ণাবর্তের খুব একটা প্রভাব পড়বে না। আগামী পাঁচ দিন আমাদের রাজ্যে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা জি কে দাস।