আজও বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় ভূমিধসের সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।