ঘরে ঘরে দেওয়ালে লেখা 'গো অ্যাওয়ে মিল্টন'। এই মুহূর্তে চোখরাঙাচ্ছে হারিকেন মিল্টন। যে প্রবল ঝড়ের ভয়ে কাঁপছেন আমেরিকাবাসীর একাংশ। এই অবস্থায় বাসিন্দাদের একটাই আকুতি, যেন না আসে ঝড়। আমেরিকার ফ্লোরিডায় এমন ছবিই ধরা পড়েছে। যা মনে করিয়েছে বলিউডের জনপ্রিয় সিনেমা 'স্ত্রী'র কথা। ছবিতে ভূত তাড়ানোর জন্য ঘরে ঘরে দেওয়ালে খানিকটা এমন বার্তাই লেখা হয়েছিল।
অন্য দিকে, ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মিল্টনের প্রভাব পড়তে শুরু করেছে। ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। সম্প্রতি, হারিকেন হেলেন এই এলাকায় তাণ্ডবলীলা চালিয়েছে। ২ বছর আগে ঘূর্ণিঝড় ইয়ানও তাণ্ডব চালিয়েছিল। সেই ক্ষত সারিয়ে উঠতে না উঠতেই ফের হারিকেন ধেয়ে আসছে।
মিল্টনের প্রভাবে ৮-১২ ফুট বা ২.৪-৩.৬ মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ফ্লোরিডার উপসাগরীয় উপকূল এবং আশেপাশের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল তাঁদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে।
জানা গিয়েছে, বুধবার টাম্পা উপসাগর এলাকায় আছড়ে পড়তে পারে মিল্টন। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্ধারকাজের জন্য ৭ হাজার কর্মীকে মোতায়েন করা হয়েছে।
অন্য দিকে, ভারতে এই সময় উৎসবের মরশুম। নবরাত্রি পালিত হচ্ছে। সেইসঙ্গে দুর্গাপুজো রয়েছে। পুজোর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত ভাবে হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১১ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবারের পর ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে।