নতুন এয়ার ডিভেন্স সিস্টেম প্রকাশ্যে এনেছে ভারতের শত্রু দেশ চিন। সঙ্গে দোসর একটি ফাইটার জেট। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমই হোক বা ফাইটার জেট, দু'টি ক্ষেত্রেই মডেলগুলি পুরোটাই আমেরিকার একটি এয়ার ডিফেন্স সিস্টেম ও ফাইটার জেট বিমানের নকল। যদিও বেজিং-এর এই সামরিক দিক দিক দিয়ে শক্তিশালী হওয়ার বিষয়টি কপালে ভাঁজ ফেলেছে ভারতীয় সেনার আধিকারিকদের। কারণ আমেরিকার অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম 'থাড'-এর সঙ্গে প্রায় হুবহু মিল রয়েছে চিনের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-19-এর।