ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে। দুই দেশেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইজরায়েল পাল্টা পদক্ষেপের কথা বলেছে। তারই মধ্যে এবার বড়সড় খবর সামনে এসেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হল গ্রেপ্তারি পরোয়ানা। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই খবর সামনে আসতেই তোলপার পড়ে দিয়েছে। জানা গিয়েছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি একা নন, পরোয়ানা জারি হয়েছে সেদেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধেও। যুদ্ধ করা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে।