ইতিমধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করে গিয়েছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। সেখান থেকে ধীরে ধীরে চাঁদকে প্রদক্ষিণ করতে করতে এই মহাকাশযান স্পর্শ করবে চাঁদের মাটি। কিন্তু কবে চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান-৩ ? এল বড় আপডেট। ISRO-র তরফে জানিয়ে দেওয়া হল তারিখ। অর্থাৎ বলা যেতেই পারে ইতিহাসের দোরগোড়ায় এখন ভারত। ISRO চেয়ারম্যান এস সোমনাথ সংবাদসংস্থা ANI-কে জানান, 'এখনও পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে। ২৩ অগাস্ট চন্দ্রযান থ্রি চাঁদে অবতরণ না করা পর্যন্ত অনেকগুলো দিক খেয়াল রাখতে হবে। সেদিকে নজর থাকবে। তবে স্যাটেলাইটটি ঠিক আছে।'