'কেউ বলছে বাবরি মসজিদ গড়ব। কেউ বলছে মসজিদ তৈরি রুখব। কংগ্রেসের জমানা চলে যাওয়ার পর বাংলায় আর কারখানা নেই'। হুমায়ুন কবীরের বাবরি মসজিদ শিলান্যাস নিয়ে প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের।