বাংলাদেশের রাজপথে ইজরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। জনরোষের কাছে মাথা নত করে, ইউনূস সরকার এখন তার নাগরিকদের দেওয়া পাসপোর্টে একটি বিশেষ লাইন লিখেছে। নতুন জারি করা পাসপোর্টে লেখা আছে - "THIS PASSPORT IS VALID FOR ALL COUNTRIES OF THE WORLD EXCEPT ISRAE।" এর অর্থ হল "এই পাসপোর্টটি ইজরায়েল ছাড়া বিশ্বের সকল দেশের জন্য বৈধ। "